সরকারি সফরে তুরস্ক গেলেন বিমানবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৪, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:২৫, ১ অক্টোবর ২০২৫

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে তুরস্ক গেছেন। আজ বুধবার (১ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, তুরস্কের এয়ারফোর্স কমান্ডারের আমন্ত্রণে এ সফরে গেছেন তিনি। সফরকালে বিমানবাহিনী প্রধান তুরস্কের এয়ারফোর্স কমান্ডার, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিবসহ শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় হবে।
এ ছাড়া তিনি তুর্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজসহ সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন। এর মাধ্যমে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।
আইএসপিআর আরও জানায়, সফর শেষে বিমানবাহিনী প্রধান আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন।