বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

আজকের রাশিফল , শনিবার 

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৭:৪৩, ১৭ আগস্ট ২০২৫

আজকের রাশিফল , শনিবার 

প্রতিদিনের মতো আজও আপনার ভাগ্য তারকার অবস্থান অনুযায়ী কিছু ইঙ্গিত বহন করছে। শনিবারের এই বিশেষ রাশিফল আপনাকে দিবে দিনের সম্ভাব্য শুভ–অশুভ দিক সম্পর্কে ধারণা।

♈ মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
আজ নতুন কিছু শিখতে পারবেন। কর্মক্ষেত্রে সৃজনশীল আইডিয়া সবার নজর কাড়বে। তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে।

♉ বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
আত্মীয় বা বন্ধুর সহায়তা পেতে পারেন। আর্থিক দিক কিছুটা স্থিতিশীল হবে, তবে বিনিয়োগে সতর্কতা জরুরি।

♊ মিথুন (২১ মে – ২০ জুন)
কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। আজ কথা বলার আগে ভেবে নিন, নাহলে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমে উষ্ণতা বাড়বে।

♋ কর্কট (২১ জুন – ২২ জুলাই)
আজ ভ্রমণ বা ছোট্ট আড্ডায় মন ভরে যাবে। তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা দরকার। খাবারে নিয়ম মেনে চলুন।

♌ সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে চমক থাকতে পারে। তবে অহংকার থেকে বিরত থাকাই ভালো।

♍ কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
পরিবারে কিছুটা চাপ থাকলেও আজকের দিন শুভ কাজে কাটবে। আর্থিক দিক উন্নতির পথে।

♎ তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)

কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আজ ভ্রমণ বা নতুন লোকের সঙ্গে পরিচয় শুভ। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন।

♏ বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো থাকবে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ আনন্দ দেবে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন।

♐ ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আজ আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কাজের জায়গায় সাফল্য পাবেন। প্রেমের জন্য দিনটি শুভ।

♑ মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
দিনটি ব্যস্ততায় কাটবে। কাজের চাপ বাড়লেও ফলাফল ইতিবাচক হবে। তবে ক্লান্তি আসতে পারে।

♒ কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নতুন পরিকল্পনা হাতে নেয়ার জন্য দিনটি উপযোগী। বন্ধু বা সহকর্মীর সহযোগিতা পাবেন।

♓ মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ মানসিক শান্তি পেতে পরিবারে সময় দিন। অর্থনৈতিক কিছু ভালো খবর আসতে পারে। তবে স্বাস্থ্য অবহেলা করবেন না।

আজকের দিন মিশ্র হলেও ইতিবাচক দিকগুলো প্রাধান্য পাবে। যারা ধৈর্য ধরে এগোবেন, তাদের জন্য সাফল্যের দ্বার খুলবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: