বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
| ৩০ আশ্বিন ১৪৩২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট প্রদানের পর আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে নির্বাচন কর্তৃপক্ষ বলছে, এতে জাল ভোটের কোনো সুযোগ নেই। সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ব্যালট পেপারে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর না থাকা সত্ত্বেও ভোট বাক্সে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জয় বা পরাজয় যাই হোক, তা মেনে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাঈদ বিন হাবিব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। বুধবার সকাল থেকেই উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে ভোট উৎসব চলছে। সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও সকাল থেকেই ভোটারদের মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি ও অভিযোগের ঝড়।
১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ছয়বার। এর মধ্যে প্রথম নির্বাচনটি হয় ১৯৭০ সালে। আর সর্বশেষ নির্বাচনটি অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে।
বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ও খালেদা জিয়া হলে অনুষ্ঠিত ওই সভার জন্য প্রায় পাঁচ বস্তা খাবার এনেছিল প্যানেলটি। পরে সেগুলো ফেরত নেওয়ার নির্দেশ দেয় কমিশন। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। সে হিসেবে আর সময় আছে আজ নিয়ে মাত্র তিনদিন। তাই শেষমুহুর্তের প্রচারণায় এখন মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
শীর্ষ সংবাদ: