ক্ষমতা কেন মিথ্যা বয়ান তৈরি করে?
নতুন বয়ান এক ধরনের ভান। তার মানে এই নয়, এটা থেমে যাবে, এটা চলবে। ইতিহাস এই বয়ান তৈরির মধ্য দিয়ে ক্ষমতার দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখায়। কিন্তু মানুষ তাকে অতিক্রম করতে চায়। মানুষের ইতিহাস তার দুর্বলতাকে অতিক্রম করার ইতিহাস।