দিল্লিতে পুতিন–মোদি বৈঠকে বার্তা
ভারত–রাশিয়ার বন্ধুত্ব ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:০৩, ৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:২০, ৫ ডিসেম্বর ২০২৫
ভারত–রাশিয়ার সম্পর্ক বহু দশক ধরে বৈশ্বিক রাজনৈতিক মঞ্চে একটি স্থিতিশীল জোটের প্রতীক। নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে এই বন্ধুত্বকে আবারো “সময়ের পরীক্ষায় উত্তীর্ণ” বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের সফরে আগের দিন দিল্লিতে পৌঁছানো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানিয়ে মোদি এক্সে (টুইটার) দেওয়া পোস্টে এ মন্তব্য করেন।
মোদি লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। ভারত–রাশিয়ার বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, যা আমাদের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে। আজকের এবং আগামীকালের আলোচনার জন্য অপেক্ষায় আছি।”
পুতিনকে স্বাগত জানাতে নিজে বিমানবন্দরে হাজির হন নরেন্দ্র মোদি। সেখানে তিনি রুশ ভাষায় অনূদিত ভগবদ্ গীতা উপহার দেন পুতিনকে। মোদি জানান, গীতার শিক্ষা বিশ্বের কোটি মানুষের প্রেরণার উৎস— তাই এই প্রতীকী উপহার বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
শুক্রবারের শীর্ষ বৈঠকেই দুই নেতা দীর্ঘ সময় কথা বলেন। ভারতের রাষ্ট্রপতি ভবনে পুতিনকে দেওয়া হয় আনুষ্ঠানিক অভ্যর্থনা; সকালে তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান।
সরকারি সূত্র জানায়, প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য—এই তিনটি খাতকে কেন্দ্র করেই আলোচনায় অগ্রগতি হয়। পাশাপাশি পণ্য পরিবহন, স্বাস্থ্যসেবা, সার, শিক্ষা ও যোগাযোগ খাতে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।
ভারতের দীর্ঘদিনের কৌশলগত অংশীদার রাশিয়ার কাছ থেকে আসা বিশাল ব্যবসায়ী প্রতিনিধি দলও আলোচনা টেবিলে নতুন অর্থনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। ভারত আশা করছে, দ্বিপক্ষীয় বাণিজ্যে যে বড় ঘাটতি তৈরি হয়েছে, এই সফর সেই ঘাটতি কমানোর সুযোগ সৃষ্টি করবে।
দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যেও আলাদা বৈঠক হয়। সেখানে অতিরিক্ত এস–৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনা নিয়ে প্রাথমিক পরিকল্পনা আলোচনায় উঠে আসে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া থেকে সামরিক সরঞ্জামের বিলম্বিত সরবরাহ–সংক্রান্ত ইস্যুতেও বিস্তারিত আলোচনা হয়।
২০১৮ সালে ভারত ৫০০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে এস–৪০০ আনে, যা সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’–এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে ভারতীয় পক্ষ জানায়।
বিশ্ব রাজনীতিতে দ্রুত বদলে যাওয়া ভূ-কৌশলগত বাস্তবতার মধ্যেও ভারত–রাশিয়া সম্পর্ক স্থিতিশীল রয়েছে—মোদি–পুতিন বৈঠক থেকে এমনই বার্তা ফুটে উঠেছে। দুই দেশের নেতাদের হাস্যোজ্জ্বল ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বন্ধুত্বের এই দীর্ঘ পথচলার শক্তিশালী প্রতীক।
সূত্র: এএনআই, নরেন্দ্র মোদির এক্স পোস্ট
