২০০ বিলিয়ন ডলারের মালিক?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৪৬, ৪ ডিসেম্বর ২০২৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর নিয়ে আন্তর্জাতিক মহলে যখন আলোচনার ঝড়, ঠিক তখনই আবারও সামনে এসেছে তার ‘গোপন সম্পদ’ ও অতিবিলাসী জীবনযাপনের প্রশ্ন। পুতিন দাবি করেন, তিনি মাত্র ৮০০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট, একটি ট্রেলার এবং তিনটি পুরনো গাড়ির মালিক। কিন্তু তা সত্ত্বেও, তার চারপাশে ঘুরে বেড়ায় অসংখ্য বিলাসবহুল প্রাসাদ, ব্যক্তিগত ট্রেন, বিমানবহর ও বিলাসী সম্পদের গুজব।
২০০ বিলিয়ন ডলারের ‘সম্পদ’?
ব্রিটিশ সাময়িকী দ্য উইক–এর বিশ্লেষণে বলা হয়েছে—পুতিনের মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে।
২০১৫ সালে ফোর্বস জানায়, তারা পুতিনকে বিলিয়নিয়ার তালিকায় রাখতে পারেনি, কারণ সম্পদের আনুষ্ঠানিক মালিকানা নিশ্চিত করা যায়নি।
২০১৭ সালে মার্কিন বিনিয়োগকারী বিল ব্রাউডার মার্কিন সিনেট কমিটিতে দাবি করেন—“পুতিনই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পদ আনুমানিক ২০০ বিলিয়ন ডলার।”
সরকারি বেতন বনাম ‘গোপন সম্পদ’
পুতিনের বার্ষিক সরকারি বেতন প্রায় ১৪০,০০০ ডলার। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে তার নামে বা তার ঘনিষ্ঠদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের ইঙ্গিত।
কৃষ্ণ সাগরের ‘পুতিন প্রাসাদ’—১.৪ বিলিয়ন ডলারের বিলাস!
বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা একটি প্রাসাদ—কৃষ্ণ সাগরের তীরে ১৯০,০০০ বর্গফুটের মেগা প্রাসাদ, আনুমানিক মূল্য ১.৪ বিলিয়ন ডলার। ১৬৮ একর জমিতে অবস্থিত। ছাদে মূল্যবান আর্ট, দেয়ালে গ্রিক দেবতাদের ভাস্কর্য
অবিশ্বাস্য ব্যয়: ইতালীয় ৮৫০ ডলারের টয়লেট ব্রাশ, ১,২৫০ ডলারের টয়লেট পেপার হোল্ডার
প্রাসাদের অভ্যন্তরে রয়েছে—একটি বিশাল সুইমিং পুল, ৪০ জন কর্মচারী। রক্ষণাবেক্ষণ খরচ: ২ মিলিয়ন ডলার/বছর
‘জেমস বন্ড ভিলেন লেয়ার’–এর মতো ১৬ তলা ভূগর্ভস্থ কমপ্লেক্স, পোল–ডান্সিং হুক্কা বউদোয়ার, ক্যাসিনো, ‘অ্যাকোয়া ডিস্কো’ নৃত্যমঞ্চ, ৭৪ মিলিয়নে তৈরি ‘বুলেটপ্রুফ পুতিন ট্রেন’।
পুতিনের সম্পদের তালিকায় সবচেয়ে রহস্যময় আইটেম-২২ কোচের ব্যক্তিগত সাঁজোয়া ট্রেন, যা দিয়ে তিনি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন।
বৈশিষ্ট্যগুলো—সম্পূর্ণ বুলেটপ্রুফ কাঠামো
জিম, অ্যান্টি–এজিং স্কিন কেয়ার সেলুন, ম্যাসাজ পার্লার, বিলাসবহুল তুর্কিশ বাথ, ব্যক্তিগত সিনেমা হল, ভিভিআইপি শয়নকক্ষ। নির্মাণব্যয়: ৭৪ মিলিয়ন ডলার
বার্ষিক রক্ষণাবেক্ষণে লাগে ১৫.৮ মিলিয়ন ডলার।
৫৮টি বিমান–হেলিকপ্টার ও ‘ফ্লাইং ক্রেমলিন’
তার বিমানবহরে রয়েছে—৫৮টি বিমান ও হেলিকপ্টার
‘দ্য ফ্লাইং ক্রেমলিন’ নামে পরিচিত এক বিশাল প্রেসিডেন্সিয়াল বিমান, যার মূল্য ৭১৬ মিলিয়ন ডলার
৭০০ বিলাসবহুল গাড়ি ও ১০০ মিলিয়ন ডলারের ইয়ট
আন্তর্জাতিক রিপোর্টে আরও উল্লেখ করা হয়পুতিনের কাছে ৭০০টি বিলাসবহুল গাড়ির কনভয়, প্রায় ১০০ মিলিয়ন ডলারের একটি মেগা ইয়ট, আরও বেশ কয়েকটি ব্যক্তিগত বাসভবন ও নিরাপদ রিসোর্ট–কমপ্লেক্স।
‘গুজব না বাস্তব?’—বিশ্বজুড়ে বিতর্ক
রাশিয়ার সরকার সবসময়ই এই অভিযোগগুলো অস্বীকার করেছে। তবে পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থার দাবি—পুতিন সরাসরি মালিক নন; তাঁর ঘনিষ্ঠ অলিগার্চদের মাধ্যমে এই সম্পদ নিয়ন্ত্রিত হয়, যা অনুসন্ধানে ধরা কঠিন।
