মালয়েশিয়ায় নৌযান ডুবি: বাংলাদেশিসহ উদ্ধার ১৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০০, ২৭ নভেম্বর ২০২৫
মালয়েশিয়ার ইয়ান এলাকার কাছে পুলাউ পেরাকের উত্তর–পূর্ব উপকূলে একটি নৌযান ডুবির ঘটনায় এক স্থানীয় প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে। তবে বাংলাদেশিসহ মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে দেশটির উদ্ধারকারী বাহিনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মালয়েশিয়া সময় সকালে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা বারনামা।
মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) কেদাহ ও পেরলিস জোনের পরিচালক-১ অ্যাডমিরাল রোমলি মোস্তফা জানান, রয়্যাল মালয়েশিয়ান নেভির (আরএমএন) জাহাজ কেডি লেদাং ডুবির পরপরই নিখোঁজ নৌযানটি শনাক্ত করে। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) অভিযান।
তিনি বলেন, “সকাল প্রায় ৬টার দিকে কেডি লেদাং আরএমএন রিজিয়ন–৩–এর জেটিতে পৌঁছায়। উদ্ধার হওয়া ১৫ থেকে ৫৩ বছর বয়সী সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিম প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করেছে। পরে ১৮ জন ক্রুকে এমএমইএ ও মেরিন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। নিহত ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
অ্যাডমিরাল রোমলি আরও জানান, উদ্ধার হওয়া নৌযানের ক্রুদের মধ্যে একজন বাংলাদেশি, তিনজন মিয়ানমারের নাগরিক, বাকিরা মালয়েশিয়ার স্থানীয় বাসিন্দা। নৌযানটি কী কারণে ডুবেছে তা এখনো নিশ্চিত নয়; তবে বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
সমুদ্রপথে চলাচলকারী কর্মী ও শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
