মিয়ানমারের নাগরিকদের সাময়িক সুরক্ষা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:২০, ২৬ নভেম্বর ২০২৫
মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ অব্যাহত থাকলেও দেশটির নাগরিকদের জন্য চালু থাকা ‘অস্থায়ী সুরক্ষা কর্মসূচি’ (টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস—টিপিএস) বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানায়, আগামী ২৬ জানুয়ারি থেকে এই কর্মসূচি আর কার্যকর থাকবে না। বর্তমানে প্রায় চার হাজার মিয়ানমার নাগরিক এই সুবিধার আওতায় আছেন।
সিএনএনের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের দাবি—মিয়ানমারের পরিস্থিতি কিছুটা ‘উন্নতির দিকে’, ফলে নাগরিকদের দেশে ফেরার পরিবেশ তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মূল্যায়নের সঙ্গে একমত নয়।
মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের প্রধান ক্রিস্টি নোয়েম বলেন, মিয়ানমারের সামরিক সরকারের কিছু পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। এর মধ্যে রয়েছে—জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত, নির্বাচনের পরিকল্পনা, স্থানীয় প্রশাসনে আংশিক অগ্রগতি, জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষবিরতি, সেবা প্রদানের ক্ষেত্রে কিছু পরিবর্তন ও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে চলমান আলোচনায় চীনের মধ্যস্থতা।
দপ্তর বলছে, এ কারণেই তারা টিপিএস সুবিধা ‘সমাপ্ত’ করছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা জন সিফটন বলেন, যুক্তরাষ্ট্র যে উন্নতির কথা উল্লেখ করছে, তা বাস্তবে প্রমাণিত নয়।
তিনি মনে করেন, জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে “কাগজে-কলমে”;সামরিক সরকারের কথিত ‘নির্বাচন’ কেবল আনুষ্ঠানিকতা;গৃহযুদ্ধ, রাজনৈতিক দমন-পীড়ন এবং নির্বিচার অভিযান এখনো অব্যাহত।
