নাইজেরিয়ায় স্কুলে থেকে ২২০ জনের বেশি শিক্ষার্থী-শিক্ষককে অপহরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:২৫, ২২ নভেম্বর ২০২৫
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে আবারও ঘটেছে ব্যাপক অপহরণকাণ্ড। সশস্ত্র বন্দুকধারীরা নাইজার রাজ্যের একটি ক্যাথলিক স্কুল সেন্ট মেরিস স্কুল থেকে ২১৫ জন ছাত্রীসহ মোট ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। গত এক সপ্তাহের মধ্যে নাইজেরিয়ায় এটি দ্বিতীয় বড় অপহরণ।
ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার মুখপাত্র জানান, অপহৃতদের মধ্যে ২১৫ জনই ছাত্রী। পাশাপাশি ১২ জন শিক্ষককেও তুলে নিয়ে গেছে হামলাকারীরা। সশস্ত্র গোষ্ঠীটি কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে শিক্ষার্থীদের জিম্মি করে নিয়ে যায়।
নাইজেরিয়ায় নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়তে থাকায় পাশের কাতসিনা ও মালভূমি রাজ্য কর্তৃপক্ষ সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে। একইভাবে নাইজার রাজ্য সরকারও বহু শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
মাত্র সোমবারই উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৫ জন ছাত্রীকে অপহরণ করা হয়। ফলে দেশজুড়ে আতঙ্ক আরও বেড়েছে।
অপহরণ পরিস্থিতি ভয়াবহ মোড় নেওয়ায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দেশটির নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে তার আন্তর্জাতিক সফর বাতিল করেছেন। এর ফলে জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে তার অংশগ্রহণও বাতিল হয়।
এদিকে পশ্চিমাঞ্চলের একটি চার্চে হামলায় ২ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর হামলার বিষয়ে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর দেশে একাধিক সহিংসতার ঘটনা ঘটছে বলে জানা গেছে।
