শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

নাইজেরিয়ায় স্কুলে থেকে ২২০ জনের বেশি শিক্ষার্থী-শিক্ষককে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২৫, ২২ নভেম্বর ২০২৫

নাইজেরিয়ায় স্কুলে থেকে ২২০ জনের বেশি শিক্ষার্থী-শিক্ষককে অপহরণ

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে আবারও ঘটেছে ব্যাপক অপহরণকাণ্ড। সশস্ত্র বন্দুকধারীরা নাইজার রাজ্যের একটি ক্যাথলিক স্কুল সেন্ট মেরিস স্কুল থেকে ২১৫ জন ছাত্রীসহ মোট ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। গত এক সপ্তাহের মধ্যে নাইজেরিয়ায় এটি দ্বিতীয় বড় অপহরণ।

ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার মুখপাত্র জানান, অপহৃতদের মধ্যে ২১৫ জনই ছাত্রী। পাশাপাশি ১২ জন শিক্ষককেও তুলে নিয়ে গেছে হামলাকারীরা। সশস্ত্র গোষ্ঠীটি কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে শিক্ষার্থীদের জিম্মি করে নিয়ে যায়।

নাইজেরিয়ায় নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়তে থাকায় পাশের কাতসিনা ও মালভূমি রাজ্য কর্তৃপক্ষ সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে। একইভাবে নাইজার রাজ্য সরকারও বহু শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

মাত্র সোমবারই উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৫ জন ছাত্রীকে অপহরণ করা হয়। ফলে দেশজুড়ে আতঙ্ক আরও বেড়েছে।

অপহরণ পরিস্থিতি ভয়াবহ মোড় নেওয়ায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দেশটির নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে তার আন্তর্জাতিক সফর বাতিল করেছেন। এর ফলে জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে তার অংশগ্রহণও বাতিল হয়।

এদিকে পশ্চিমাঞ্চলের একটি চার্চে হামলায় ২ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর হামলার বিষয়ে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর দেশে একাধিক সহিংসতার ঘটনা ঘটছে বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার অবস্থা বিদেশ নেওয়ার মতো স্থিতিশীল নয় : ফখরুল
তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান