শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

টানা বর্ষণে ভয়াবহ বন্যা: নিহত ৪১, ঘরবাড়ি তলিয়ে লাখো মানুষ বিপর্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:২০, ২১ নভেম্বর ২০২৫

টানা বর্ষণে ভয়াবহ বন্যা: নিহত ৪১, ঘরবাড়ি তলিয়ে লাখো মানুষ বিপর্যস্ত

টানা বর্ষণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এতে এখন পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে ৪১ জনের, আর নিখোঁজ রয়েছেন আরও অনেকে। শুক্রবার (২১ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সপ্তাহান্ত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও বন্যায় ভিয়েতনামের মধ্যাঞ্চলে মৃত্যু হয়েছে অন্তত ৪১ জনের। আরও ৯ জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকারী দল তাদের সন্ধানে কাজ করছে।

অবিরাম বর্ষণে ৫২ হাজারের বেশি বাড়ি পানিতে ডুবে গেছে। প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। গত তিন দিনে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ দেড় মিটার ছাড়িয়েছে। কিছু অঞ্চলে ১৯৯৩ সালের ভয়াবহ বন্যার ৫.২ মিটার রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে পানি।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় শহর হোই আন ও না চাং। সাম্প্রতিক মাসগুলোতে দেশটি একের পর এক বিরূপ আবহাওয়ার মুখে পড়েছে। কয়েক সপ্তাহ আগে কালমেগি ও বুয়ালয় নামের দুটি টাইফুন আঘাত হানে ভিয়েতনামে।

সরকারি হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উঁচু জায়গার ঘরগুলোর ছাদে মানুষ আশ্রয় নিয়েছে, আর বাড়ির ভেতর পানি ঢুকে পড়ছে। অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে লাম ডং প্রদেশের একটি ঝুলন্ত সেতু নোঙর ছিঁড়ে ভেসে যেতে দেখা যায়। ভূমিধসে ওই প্রদেশের প্রধান সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বন্যাকবলিত অঞ্চলগুলো থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজে সেনা ও পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

না চাংয়ের এক রেস্তোরাঁ মালিক এএফপিকে বলেন, তার দোকানপাট প্রায় এক মিটার পানির নিচে। “রেস্তোরাঁ আর দোকানের আসবাব নিয়ে দুশ্চিন্তা হচ্ছে,” তিনি বলেন, “কিন্তু আমার কিছুই করার নেই। বৃষ্টি থামছে না, তাই পানি দ্রুত নামবে বলেও মনে হয় না।”

কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার পর্যন্ত ভিয়েতনামের মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার অবস্থা বিদেশ নেওয়ার মতো স্থিতিশীল নয় : ফখরুল
তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান