ক্যামেরুন হাইল্যান্ডে অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ বিদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:১২, ২১ নভেম্বর ২০২৫
মালয়েশিয়ার পর্যটনখ্যাত ক্যামেরুন হাইল্যান্ডে ব্যাপক অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সবুজ চা বাগান, সবজি খামার ও রিসোর্ট এলাকা ঘেরা এই অঞ্চলে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে অভিযান চালানো হয়।
৫৪৭ সদস্যের বিশেষ টিম ও অভিবাসন কর্মকর্তারা ব্যবসায়িক এলাকা, নির্মাণ প্রকল্প, সবজি খামারসহ চারটি জোনে অভিযান পরিচালনা করেন।
অভিযানে কী পাওয়া যায়
মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানিয়েছে, অভিযানের সময় অধিকাংশ বিদেশি সবজি প্যাকিং কাজে ব্যস্ত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের না পাওয়ায় পালানোর সুযোগ পায়নি তারা।
ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান—স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এক মাস ধরে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। পাহাড়ি এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে বিদেশিদের উপস্থিতি উদ্বেগ বাড়িয়েছে। কৃষিকাজসহ বিভিন্ন খাতে স্থানীয় ব্যবসায়ীরা বিদেশিদের কাজে লাগাতে আগ্রহী হওয়ায় অঞ্চলটি অভিবাসী শ্রমিকদের কেন্দ্রস্থল হয়ে উঠেছে।
আটক ও অপরাধের ধরন
অভিযানে মোট ১,৮৮৬ জনকে চেক করা হয়, যার মধ্যে ৪৬৮ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধে আটক করা হয়। অপরাধের মধ্যে রয়েছে—মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথিপত্র না থাকা, ভুয়া বা সন্দেহজনক ওয়ার্ক পারমিট।
আটক ব্যক্তিদের তালিকা
মোট ৪৬৮ জনের মধ্যে রয়েছে- মিয়ানমার: ১৭৫, বাংলাদেশ: ১৭৪, ইন্দোনেশিয়া: ৬৭, নেপাল: ২০, পাকিস্তান: ১৬, ভারত: ১১, ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন, কম্বোডিয়া: জন প্রতি ১ জন।
আটকদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী ও ৪ শিশু রয়েছে। সকলের বয়স ২০–৫৪ বছরের মধ্যে। তাদের কেলানটান, পেরাক ও সেলাঙ্গরের অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হচ্ছে।
এ বছরের সামগ্রিক গ্রেপ্তার পরিস্থিতি
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় মোট ৮৩,৯৯৪ বিদেশিকে অবৈধ অভিবাসন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
