রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণ: নিহত কমপক্ষে ১২, আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৬:১২, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:১৯, ১১ নভেম্বর ২০২৫

ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণ: নিহত কমপক্ষে ১২, আহত ২১

রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার দুপুরে জেলা ও সেশনস কোর্ট ভবন ‘কাচেরি আদালত’ -এর বাইরে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। ছবি: দ্যনিউজডটকম পাক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ‘কাচেরি আদালত’ নামে পরিচিত জেলা ও সেশনস কোর্ট ভবনের বাইরে পার্ক করা একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় আদালতের ভেতরে বিচারিক কার্যক্রম চলছিল। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের কাচ ভেঙে যায় এবং পার্কিং এলাকায় থাকা আরও কয়েকটি গাড়ি পুড়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে, মুহূর্তেই চারপাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন আদালতে উপস্থিত বেশ কয়েকজন আইনজীবী ও সাধারণ দরখাস্তকারী। বিস্ফোরণের পর আদালতের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং ভবনটি দ্রুত খালি করে দেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ইসলামাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, চিফ কমিশনার ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর মাথা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত আত্মঘাতী হামলা। তবে কেউ এখনও দায় স্বীকার করেনি।

বিস্ফোরণের পর রাজধানীর প্রধান হাসপাতাল—পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)—এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মৃত ও আহতদের সেখানে নেওয়া হচ্ছে। ইসলামাবাদজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আদালত এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, ইসলামাবাদের মতো সুরক্ষিত এলাকায় এই হামলা দেশটির নিরাপত্তা কাঠামোর বড় দুর্বলতা প্রকাশ করছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সূত্র: জিও নিউজ ও ইন্ডিয়া টুডে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু