রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

দিল্লির বিস্ফোরণে বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি ভারতৈর

‌আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:১৬, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৭, ১১ নভেম্বর ২০২৫

দিল্লির  বিস্ফোরণে বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি ভারতৈর

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঐতিহাসিক লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণের পর চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। 
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটের দিকে লাল কেল্লা মেট্রো স্টেশনের সামনে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে, এতে ঘটনাস্থলেই অন্তত ৯ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

বিস্ফোরণের পর মুহূর্তেই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, “গাড়িটি থেকে হঠাৎ ভয়াবহ শব্দ হয়, তারপর আগুনের ফুলকি ও ধোঁয়া আকাশে উঠে যায়।” বিস্ফোরণে আশপাশের কয়েকটি গাড়ি পুড়ে যায় এবং ছিন্নভিন্ন দেহাবশেষ চারপাশে ছড়িয়ে পড়ে। দিল্লির উপপ্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা একেএ মালিক বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনি। প্রায় ৩৫ মিনিটের মধ্যেই আগুন নিভানো সম্ভব হয়।”


উচ্চ সতর্কতা বাংলাদেশের সীমান্তেও
বিস্ফোরণের পর ভারত সরকার বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে। সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ-কে ইতোমধ্যে অতিরিক্ত টহল চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাঞ্জাব-পাকিস্তান সীমান্ত, উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত এবং বাংলাদেশ সীমান্তের বিভিন্ন চৌকিতে নজরদারি জোরদার করা হয়েছে।

একইসঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এন‌আইএ) এবং দিল্লি পুলিশ স্পেশাল সেল যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি সন্ত্রাসী হামলা কিনা, নাকি স্থানীয় নাশকতা, তা খতিয়ে দেখা হচ্ছে।


পাশাপাশি বিস্ফোরক উদ্ধার, জোরদার নিরাপত্তা

বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা পরেই হরিয়ানার ফরিদাবাদে প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ঘটনার সময় বিহারে দ্বিতীয় দফার রাজ্য বিধানসভা নির্বাচন চলছিল। তাই রাজনৈতিক ও নিরাপত্তা উভয় দিক থেকেই ঘটনাটি ভারতের প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

দিল্লির জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাল কেল্লা ও আশপাশের এলাকাগুলোতে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এন‌এসজি) ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ ও নেপাল সীমান্তের প্রশাসনও সতর্ক অবস্থায় রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, সীমান্ত পেরিয়ে কোনো নাশকতাকারী দল পালিয়ে যাওয়ার আশঙ্কা করছে দিল্লি পুলিশ। অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, তারা এ ঘটনার সঙ্গে নিজেদের কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু