দিল্লি বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১৪, ১১ নভেম্বর ২০২৫
ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর দেশটিতে নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানিয়েছে, দিল্লিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে—
লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলতে হবে।
জনাকীর্ণ স্থান ও পর্যটন এলাকাগুলোতে সতর্ক থাকতে হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়; তবে ভারত সরকার ইতোমধ্যে কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে। একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে যুক্তরাজ্য সরকারও তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করতে। এছাড়া জম্মু ও কাশ্মিরের পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ ও শ্রীনগর জাতীয় মহাসড়ক এলাকায় ভ্রমণ সীমিত করার নির্দেশ দিয়েছে লন্ডন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর (FCDO) জানিয়েছে, এই অঞ্চলগুলোতে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি রয়েছে।
এছাড়া মণিপুর রাজ্যে চলমান জাতিগত সহিংসতা ও কারফিউ পরিস্থিতির কারণে ওই রাজ্যে ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
ভারতীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন। তারা সবাই গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি আত্মঘাতী হামলা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, গাড়িটি ছিল হুন্ডাই আই-২০, এবং বিস্ফোরণের ধরন অত্যন্ত অস্বাভাবিক— আহতদের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি।
