দিল্লি বিস্ফোরণের পর তিন রাজ্যে ‘হাই অ্যালার্ট
উত্তর প্রদেশ ও মুম্বাইয়েও নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২:২৯, ১০ নভেম্বর ২০২৫
উত্তরপ্রদেশ ও মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার। ছবি: এএনআই
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর তিন রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত অন্তত আটজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই দিল্লি পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাজ্যের আইন-শৃঙ্খলা বিষয়ক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিজি) অমিতাভ যশ জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) রাজ্যের সব জ্যেষ্ঠ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন সংবেদনশীল ধর্মীয় স্থান, সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করতে। তিনি বলেন, “সব নিরাপত্তা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।”
লখনউ থেকে পাঠানো নির্দেশনায় বিশেষ করে সীমান্ত ও ধর্মীয় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল, চেকপোস্ট এবং তল্লাশি কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক দল মাঠে কাজ করছে।
এদিকে দিল্লির বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের আরেক গুরুত্বপূর্ণ শহর মুম্বাইয়েও। মহারাষ্ট্র সরকারের নির্দেশে মুম্বাইয়ের বিমানবন্দর, রেলস্টেশন, বন্দর ও সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় পুলিশ ও সন্ত্রাসবিরোধী ইউনিটকে (এটিএস) হাই অ্যালার্টে রাখা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দু জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হামলা হতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।সূত্র: এনডিটিভি,
