রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

মোদির সঙ্গে বৈঠকে স্টারমার

ভারত-যুক্তরাজ্য সম্পর্কে ‘নতুন উদ্যম’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:৩৮, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৩৯, ৯ অক্টোবর ২০২৫

ভারত-যুক্তরাজ্য সম্পর্কে ‘নতুন উদ্যম’

ভারত ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্কে ‘নতুন উদ্যম’ এসেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার মুম্বাইয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে মোদি বলেন, “প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্বে ভারত-যুক্তরাজ্য সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ সম্পর্ক এখন নতুন শক্তি ও নতুন দিকনির্দেশনা পাচ্ছে।”

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভারত সফরে গিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার মুম্বাইয়ের রাজভবনে মোদির সঙ্গে তার বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

মোদি বলেন, “চলতি বছরের জুলাই মাসে আমার যুক্তরাজ্য সফরের সময় আমরা ঐতিহাসিক ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট (সিইটিএ) স্বাক্ষর করেছি। এই চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।”

বৈঠকের সময় উভয় নেতা দ্রুতই স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এর মাধ্যমে দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য ২৫ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড পর্যন্ত বাড়বে বলে আশা করা হচ্ছে।

স্টারমার বলেন, “এই চুক্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর এটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি, এবং ভারতও এত বড় চুক্তি আগে কখনও করেনি। তাই এটি দুই দেশের জন্যই ঐতিহাসিক। আমি চাই এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন দ্রুতই দেখা যাক।”

বৈঠকে দুই নেতা নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি স্থানান্তর, শিক্ষাবিনিময়, ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার দিকেও নজর দেন। স্টারমার বলেন, “ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক শুধু বাণিজ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের জনগণের মধ্যকার গভীর বন্ধনের প্রতিফলন।”

প্রধানমন্ত্রী মোদি সফর উপলক্ষে টুইটারে জানান, “ভারত-যুক্তরাজ্য সম্পর্ক এখন নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে। আমরা একসঙ্গে আরও সমৃদ্ধ, টেকসই ভবিষ্যৎ গড়ে তুলব।”টাইমস অব ইন্ডিয়া

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু