মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

মোদির সঙ্গে বৈঠকে স্টারমার

ভারত-যুক্তরাজ্য সম্পর্কে ‘নতুন উদ্যম’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:৩৮, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৩৯, ৯ অক্টোবর ২০২৫

ভারত-যুক্তরাজ্য সম্পর্কে ‘নতুন উদ্যম’

ভারত ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্কে ‘নতুন উদ্যম’ এসেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার মুম্বাইয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে মোদি বলেন, “প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্বে ভারত-যুক্তরাজ্য সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ সম্পর্ক এখন নতুন শক্তি ও নতুন দিকনির্দেশনা পাচ্ছে।”

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভারত সফরে গিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার মুম্বাইয়ের রাজভবনে মোদির সঙ্গে তার বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

মোদি বলেন, “চলতি বছরের জুলাই মাসে আমার যুক্তরাজ্য সফরের সময় আমরা ঐতিহাসিক ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট (সিইটিএ) স্বাক্ষর করেছি। এই চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।”

বৈঠকের সময় উভয় নেতা দ্রুতই স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এর মাধ্যমে দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য ২৫ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড পর্যন্ত বাড়বে বলে আশা করা হচ্ছে।

স্টারমার বলেন, “এই চুক্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর এটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি, এবং ভারতও এত বড় চুক্তি আগে কখনও করেনি। তাই এটি দুই দেশের জন্যই ঐতিহাসিক। আমি চাই এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন দ্রুতই দেখা যাক।”

বৈঠকে দুই নেতা নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি স্থানান্তর, শিক্ষাবিনিময়, ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার দিকেও নজর দেন। স্টারমার বলেন, “ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক শুধু বাণিজ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের জনগণের মধ্যকার গভীর বন্ধনের প্রতিফলন।”

প্রধানমন্ত্রী মোদি সফর উপলক্ষে টুইটারে জানান, “ভারত-যুক্তরাজ্য সম্পর্ক এখন নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে। আমরা একসঙ্গে আরও সমৃদ্ধ, টেকসই ভবিষ্যৎ গড়ে তুলব।”টাইমস অব ইন্ডিয়া

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার
শীতের আমেজ: আরও দুই ডিগ্রি নামার আশঙ্কা
সাত গোলের দাপটে শেষ ষোলোয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দল
হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে অপহরণ, গ্রেপ্তার ৩
জাতীয় পার্টির সঙ্গে গোপন বৈঠকের খবর ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’