ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় আগ্রাসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:৩৪, ৯ অক্টোবর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে গাজা যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, ইসরায়েলি বাহিনী সেই ঘোষণা উপেক্ষা করে গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, তার ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল ও হামাস উভয়ই সম্মত হয়েছে। তিনি বলেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি, ইসরায়েল ও হামাস আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে।”
তবে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতির এ ঘোষণার ঘণ্টাখানেক পরই গাজা নগরীর পশ্চিমাঞ্চলে নতুন করে বোমা হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। গোলাগুলো আঘাত হানে আল-শাতি শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে, যেখানে অন্তত একটি পরিবার বসবাস করছিল। অন্যদিকে, সাবরা এলাকায় একটি গাড়ির কাছে বিস্ফোরণ ঘটিয়ে দেয় ইসরায়েলি সেনারা। এখনো পর্যন্ত হতাহতের নির্দিষ্ট তথ্য জানা যায়নি, তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকাগুলো থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী উঠতে দেখা গেছে।
গত মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তার ২০ দফা শান্তি পরিকল্পনা, যাতে গাজা ও ইসরায়েলের মধ্যে পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, মানবিক সাহায্য বৃদ্ধি এবং পুনর্গঠন কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। হামাস শুরুতে এ পরিকল্পনায় ‘শর্তসাপেক্ষ ইতিবাচক সাড়া’ দেয়, এবং ইসরায়েল আনুষ্ঠানিকভাবে তা মেনে নেয়।
কিন্তু নতুন এই হামলার পর পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধবিরতির ঘোষণা বাস্তবে কার্যকর হচ্ছে না। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলি রাজনীতি ও মার্কিন নির্বাচনের প্রভাব শান্তি প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ব্যাপক হামলা চালায়, যাতে ১,২১৯ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ইসরায়েলের দাবি অনুযায়ী, এদের মধ্যে ৪৭ জন এখনও গাজায় বন্দি, আর অন্তত ২৫ জন নিহত হয়েছে। এর পর থেকেই ইসরায়েল গাজায় নিরবচ্ছিন্ন সামরিক অভিযান চালিয়ে আসছে, যেখানে জাতিসংঘের হিসাবে ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বিশ্বের বহু দেশ, বিশেষত এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো, ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলের নতুন হামলার নিন্দা জানিয়েছে এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি তুলেছে।
