মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

কাশ্মীরের অভিযান চলাকালে নিখোঁজ দুই প্যারা কমান্ডো, 

তল্লাশিতে হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:২৮, ৯ অক্টোবর ২০২৫

তল্লাশিতে হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন

ভঅরতের দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার দুর্গম গাদুল জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর দুই প্যারা কমান্ডো নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চিরুনি অভিযান শুরু করে সেনাবাহিনীর একটি টিম। নিখোঁজ দুই কমান্ডোও ওই টিমের সদস্য ছিলেন।
দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ঘন বনাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় অভিযান ব্যাহত হয় এবং এর পর থেকেই দুই কমান্ডোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে তাঁদের খোঁজে ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে।
সূত্র জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় গুজ্জর ও বাকারওয়াল সম্প্রদায়ের মানুষও অংশ নিয়েছেন, যাঁরা এলাকার ভূপ্রকৃতির সঙ্গে ভালোভাবে পরিচিত। বনাঞ্চলের বিস্তৃত অঞ্চল স্ক্যান করতে মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার ও ড্রোন ইউনিট।
সরকারি সূত্র অনুসারে, অভিযানের সময় সন্ত্রাসীদের উপস্থিতি নিয়ে সেনারা ‘সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য’ গোয়েন্দা তথ্য পেয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই রাতের অন্ধকারে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু হয়। কিন্তু আবহাওয়া প্রতিকূল হয়ে পড়ায় এবং বৃষ্টির কারণে পাহাড়ি ঢাল বেয়ে অগ্রসর হতে না পারায় অভিযান ব্যাহত হয়।
সাম্প্রতিক বছরগুলোতে গাদুল বনাঞ্চল দক্ষিণ কাশ্মীরের অন্যতম সন্ত্রাসবিরোধী সংঘাতকেন্দ্রে পরিণত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একাধিকবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে এখানে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, কোকেরনাগ ও সংলগ্ন পাহাড়ি অঞ্চলের এই দুর্গম বনাঞ্চল এখন উচ্চ প্রশিক্ষিত বিদেশি জঙ্গিদের, বিশেষ করে লস্কর-ই-তইয়েবার সদস্যদের জন্য একটি কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
অভিযান চলমান রয়েছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নিখোঁজ কমান্ডোদের উদ্ধারে ‘সব ধরনের সম্পদ’ ব্যবহারের কথা জানানো হয়েছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ, এবং এলাকাজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল। সূত্র: ইন্ডিয়া টুডে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার