হামাসের বিবৃতি
জাতীয় অধিকারে কখনো আপস করব না
ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:২৩, ৯ অক্টোবর ২০২৫
হামাস বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় নতুনভাবে সম্পাদিত চুক্তিটি যুদ্ধবিরাম ক্রিয়েই শেষ করবে না; বরং তা নিশ্চিত করুক ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, মানবিক সহায়তার অবাধ প্রবেশ ও বন্দি বিনিময় কার্যক্রমের বাস্তবায়ন। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় অধিকারের প্রশ্নে কখনোই আপস করা হবে না।
বিবৃতিতে হামাস কাতার, মিশর ও তুরস্ককে পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যস্থতাকারী হিসেবে বিশেষ ধন্যবাদ জানিয়েছে। তারা অনুরোধ জানিয়েছে—ইসরায়েলি দখলদার সরকার চুক্তির প্রতিটি শর্ত যথারীতি বাস্তবায়ন করবে এবং বাস্তবিক মুক্তি ও স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করবে না।
হামাসের বিবৃতিতে গাজার জনগণকে ‘অপূর্ব সাহস, মর্যাদা ও বীরত্বের প্রতীক’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তাদের সংগ্রাম অনড় থাকবে যতক্ষণ না স্বাধীনতা, মুক্তি ও আত্মনিয়ন্ত্রণ নিশ্চিত হয়। বিবৃতিতে আরও জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ের বাস্তবায়ন যদি সুষ্ঠু ও পূর্ণ হয় তাহলে তা গাজার মানুষের জন্য মৌলিক শান্তি এবং চূড়ান্ত সমাধানের দিকে একটি পদক্ষেপ হবে।
বিশ্লেষকরা বলছেন, দ্রুত কার্যকর ও পূর্ণ প্রত্যাহার, মানবিক সাহায্য-প্রবেশ ও বন্দি বিনিময়ের নিশ্চয়তা ছাড়া মধ্য়স্থতাকারী চুক্তি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা তৈরিতে সক্ষম হবে না। হামাসের অনড় অবস্থান এবং স্থানীয় জনগণের ওপর চাপ বিবেচনায় চুক্তির বাস্তব প্রয়োগকে ঘিরে সংকট ও উত্তেজনা বিদ্যমান থাকবে—এটাই প্রতিনিধিদের উদ্বেগ।
