রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

বিষাক্ত কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে ২১ শিশুর মৃত্যু

গ্রেপ্তার শ্রী সান ফার্মাসিউটিক্যালসের মালিক রঙ্গনাথ গোবিন্দন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫৭, ৯ অক্টোবর ২০২৫

গ্রেপ্তার শ্রী সান ফার্মাসিউটিক্যালসের মালিক রঙ্গনাথ গোবিন্দন

ভারতের মধ্যপ্রদেশে বিষাক্ত কাশির সিরাপ খেয়ে অন্তত ২১টি শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন শ্রী সান ফার্মাসিউটিক্যালস সংস্থার মালিক রঙ্গনাথ গোবিন্দন। তদন্তে জানা গেছে, তাদের তৈরি ‘কোল্ডরিফ’ নামের সিরাপে ছিল ৪৬.২ শতাংশ ডাইইথিলিন গ্লাইকোল, যা অত্যন্ত বিষাক্ত ও কিডনি বিকল হওয়ার কারণ হতে পারে।

মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, ওই রাসায়নিকের কারণে শিশুদের কিডনিতে গুরুতর সংক্রমণ হয় এবং একের পর এক মৃত্যু ঘটে। ঘটনার পর কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে সতর্ক করেছে ও সব ওষুধ পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) চেন্নাই পুলিশের সহযোগিতায় বুধবার রাতে কোডম্বাক্কামে রঙ্গনাথ গোবিন্দনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে কাঞ্চিপুরমের সুঙ্গুভারচাট্রাম এলাকায় তার উৎপাদন ইউনিটে তল্লাশি চালানো হয়। কারখানাটি ২০০০ বর্গফুট আয়তনের এবং চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়ের পাশে অবস্থিত। তল্লাশিতে বিপুল পরিমাণ উৎপাদন রেকর্ড ও রাসায়নিক নমুনা জব্দ করা হয়।

তামিলনাড়ুর পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে যে ‘কোল্ডরিফ’ সিরাপে বিষাক্ত পদার্থ রয়েছে। এরপর মধ্যপ্রদেশ সরকার শুধু পণ্যটির বিক্রি বন্ধই করেনি, বরং শ্রীসান ফার্মাসিউটিক্যালসের তৈরি সব ওষুধের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গ্রেপ্তারের আগের রাতেই অফিস থেকে কর্মীদের সরঞ্জাম ও কম্পিউটার স্থানান্তর করতে দেখা গেছে। বর্তমানে কোম্পানির অফিস ও কারখানা সিল করা হয়েছে।

এই ভয়াবহ ঘটনার পর, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে যেন ওষুধের গুণমান যাচাইয়ে কোনো ধরনের অবহেলা না ঘটে। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায়সংহিতা ও জনস্বাস্থ্য আইনের অধীনে রঙ্গনাথ গোবিন্দনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু