রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

বেন গভিরের মন্তব্যে উত্তেজনা পশ্চিম এশিয়ায়

‘আল-আকসার মালিক এখন ইসরায়েল’ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪৫, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:১৪, ৯ অক্টোবর ২০২৫

‘আল-আকসার মালিক এখন ইসরায়েল’ 

গাজা যুদ্ধবিরতি নিয়ে মিশরে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, ঠিক সেই সময় বুধবার আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসায় এটি তার একাদশ সফর।

মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়েই তিনি ঘোষণা দেন, ‘ আল-আকসার মালিক এখন ইসরায়েল।‘  তার এই উসকানিমূলক মন্তব্য ঘিরে মুহূর্তেই জ্বলতে শুরু করেছে পশ্চিম এশিয়ার কূটনৈতিক উত্তাপ। 

বেন গভিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডনসহ একাধিক আরব দেশ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ আল-আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরায়েলি কর্মকর্তা ও অবৈধ বসতিস্থাপনকারীদের তাণ্ডবের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। ‘

আরব পর্যবেক্ষকদের মতে, এমন সময়ে বেন গভিরের এই সফর ছিল একটি ‘ইচ্ছাকৃত উসকানি’, যা হামাসবিরোধী যুদ্ধের সাফল্য দাবি করার রাজনৈতিক প্রচারণারই অংশ।

পূর্ব জেরুজালেম আদতে ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হলেও ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল এ অঞ্চল দখল করে নেয়। এখানেই অবস্থিত মুসলমানদের পবিত্র আল-আকসা মসজিদ এবং ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত স্থান। ফলে এটি সব সময়ই মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্র।

অতীতে এই স্থানকে ঘিরেই বহু সংঘর্ষ ও রক্তপাত হয়েছে। তাই বেন গভিরের বক্তব্য শুধু ধর্মীয় উসকানি নয়, বরং চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে।

হামাস এই সফরের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, এটি ছিল  ‘ ইচ্ছাকৃতভাবে মুসলিম বিশ্বের অনুভূতিতে আঘাত‘ এবং ‘আল-আকসার পবিত্রতাকে অপমানের চেষ্টা।‘  

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের রাজনৈতিক ফল নিজেদের পক্ষে ঘোরাতে ইসরায়েলি কট্টরপন্থীরা এখন ধর্মীয় ইস্যু কাজে লাগাচ্ছে। আর এর ফলে মিশরে চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

বেন গভিরের এই সফর ও মন্তব্য শুধু একটি ব্যক্তির বক্তব্য নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতিতে নতুন এক বার্তা— জেরুজালেমের নিয়ন্ত্রণ নিয়েই আসন্ন সংঘাতের পরবর্তী অধ্যায় শুরু হতে পারে।

সূত্র: খালিদ টাইমস

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ