রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

বেন গভিরের মন্তব্যে উত্তেজনা পশ্চিম এশিয়ায়

‘আল-আকসার মালিক এখন ইসরায়েল’ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪৫, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:১৪, ৯ অক্টোবর ২০২৫

‘আল-আকসার মালিক এখন ইসরায়েল’ 

গাজা যুদ্ধবিরতি নিয়ে মিশরে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, ঠিক সেই সময় বুধবার আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসায় এটি তার একাদশ সফর।

মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়েই তিনি ঘোষণা দেন, ‘ আল-আকসার মালিক এখন ইসরায়েল।‘  তার এই উসকানিমূলক মন্তব্য ঘিরে মুহূর্তেই জ্বলতে শুরু করেছে পশ্চিম এশিয়ার কূটনৈতিক উত্তাপ। 

বেন গভিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডনসহ একাধিক আরব দেশ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ আল-আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরায়েলি কর্মকর্তা ও অবৈধ বসতিস্থাপনকারীদের তাণ্ডবের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। ‘

আরব পর্যবেক্ষকদের মতে, এমন সময়ে বেন গভিরের এই সফর ছিল একটি ‘ইচ্ছাকৃত উসকানি’, যা হামাসবিরোধী যুদ্ধের সাফল্য দাবি করার রাজনৈতিক প্রচারণারই অংশ।

পূর্ব জেরুজালেম আদতে ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হলেও ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল এ অঞ্চল দখল করে নেয়। এখানেই অবস্থিত মুসলমানদের পবিত্র আল-আকসা মসজিদ এবং ইহুদিদের কাছে ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত স্থান। ফলে এটি সব সময়ই মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর ধর্মীয় ও রাজনৈতিক কেন্দ্র।

অতীতে এই স্থানকে ঘিরেই বহু সংঘর্ষ ও রক্তপাত হয়েছে। তাই বেন গভিরের বক্তব্য শুধু ধর্মীয় উসকানি নয়, বরং চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে।

হামাস এই সফরের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, এটি ছিল  ‘ ইচ্ছাকৃতভাবে মুসলিম বিশ্বের অনুভূতিতে আঘাত‘ এবং ‘আল-আকসার পবিত্রতাকে অপমানের চেষ্টা।‘  

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের রাজনৈতিক ফল নিজেদের পক্ষে ঘোরাতে ইসরায়েলি কট্টরপন্থীরা এখন ধর্মীয় ইস্যু কাজে লাগাচ্ছে। আর এর ফলে মিশরে চলমান শান্তি আলোচনার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

বেন গভিরের এই সফর ও মন্তব্য শুধু একটি ব্যক্তির বক্তব্য নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতিতে নতুন এক বার্তা— জেরুজালেমের নিয়ন্ত্রণ নিয়েই আসন্ন সংঘাতের পরবর্তী অধ্যায় শুরু হতে পারে।

সূত্র: খালিদ টাইমস

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের
বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার
বিচারকদের নিরাপত্তা বাড়াতে হাইকোর্টে রিট
নভেম্বরে ১৫ দিনে দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স
দুই দিনে ২১ কোটির ঝড়! অজয় দেবগনের ‘দে দে প্যায়ার দে ২’
আদালতে আত্মসমর্পণ অভিনেত্রী মেহজাবীনের