রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

লেহ বিক্ষোভে ৪ নিহতের বিচার বিভাগীয় তদন্ত চান সোনম ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:৩৭, ৫ অক্টোবর ২০২৫

লেহ বিক্ষোভে ৪ নিহতের বিচার বিভাগীয় তদন্ত চান সোনম ওয়াংচুক

ফাইল ছবি

লাদাখের বিশিষ্ট শিক্ষা সংস্কারক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক, যিনি বর্তমানে জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) অধীনে রাজস্থানের যোধপুর কারাগারে বন্দি, লেহ বিক্ষোভে নিহত চার জনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।


কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (কেডিএ) নেতা সাজ্জাদ কারগিলি এক্স-এ এক পোস্টে জানান, ওয়াংচুকের ভাই কা সেতান দোর্জে লে এবং আইনজীবী মুস্তাফা হাজি শনিবার (৪ অক্টোবর) জেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মাধ্যমেই এই বার্তা পৌঁছে দেন সোনম।


জেলে বসেই সোনম ওয়াংচুক লাদাখবাসীকে শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যান। সহিংসতার পথ ছেড়ে গান্ধীবাদী অহিংস আন্দোলনের ধারায় ফিরে আসুন।” তিনি আরও জানান, লেহ বিক্ষোভে চার জনের মৃত্যুর ঘটনায় যদি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি জেলেই থাকতে রাজি।


ওয়াংচুক লাদাখবাসীর উদ্দেশে লেখা এক চিঠিতে বলেন, “আমি শারীরিক ও মানসিকভাবে ভালো আছি। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

এরই মধ্যে তার ‘অবৈধ গ্রেফতারি’ দাবি করে লাদাখজুড়ে নতুন আন্দোলনের ঢেউ উঠেছে। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো ইতোমধ্যেই সুপ্রিম কোর্টে রিট দায়ের করেছেন।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর লেহতে রাজ্যের পূর্ণ রাজ্য মর্যাদা পুনরুদ্ধার ও ষষ্ঠ তফসিল বাস্তবায়নের দাবিতে ব্যাপক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় দপ্তরে অগ্নিসংযোগ করলে পুলিশের পাল্টা পদক্ষেপে চার জন নিহত হন। পরবর্তীতে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে সোনম ওয়াংচুককে এনএসএ আইনে আটক করা হয়।

এছাড়া তার প্রতিষ্ঠান ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ’ (SECMOL)-এর বিদেশি অনুদান গ্রহণের অনুমোদন (FCRA লাইসেন্স) বাতিল করেছে কেন্দ্রীয় সরকার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ