রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

মৃত্যুবার্ষিকীতে স্মরণীয় ব্যক্তিত্বরা

সমাজকাল ডেস্ক 

প্রকাশ: ০০:০৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

মৃত্যুবার্ষিকীতে স্মরণীয় ব্যক্তিত্বরা

২৫ সেপ্টেম্বর ইতিহাসে একাধিক খ্যাতিমান ব্যক্তি পৃথিবীকে বিদায় জানিয়েছেন। কমলা ভাসিন (২০২১), দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী নারীবাদী, লেখক ও সমাজকর্মী। নারীর অধিকার আন্দোলনে তার ভূমিকা অমূল্য।
তাদের কর্ম, অবদান ও জীবনধারা মানবসভ্যতায় রেখে গেছে গভীর ছাপ।

রজার বেকান (১২৯৪) ছিলেন মধ্যযুগীয় ইংল্যান্ডের দার্শনিক ও রসায়নবিদ। আধুনিক বৈজ্ঞানিক চিন্তার অগ্রদূত হিসেবে তাকে অনেকে গণ্য করেন। যুক্তি ও পরীক্ষানির্ভর জ্ঞান অর্জনের পথপ্রদর্শক হয়ে আজও তিনি আলোচনায়।

কাস্তিলের প্রথম ফিলিপ (১৫০৬), হ্যাবসবার্গ রাজবংশের প্রথম শাসক, ইউরোপীয় রাজনীতিতে গভীর প্রভাব রেখেছিলেন। তার শাসনকালেই হ্যাবসবার্গদের ক্ষমতা সুদৃঢ় হয়।

জাপানের সম্রাট গো-ইয়োজেই (১৬১৭), জাপানি রাজনীতির এক গুরুত্বপূর্ণ সময়ের সম্রাট হিসেবে স্মরণীয়।

রিং লার্ডনার (১৯৩৩) ছিলেন মার্কিন ক্রীড়া কলামিস্ট ও ছোটগল্পকার। ক্রীড়া সাংবাদিকতায় ব্যঙ্গাত্মক ও রসবোধপূর্ণ লেখা তাকে অনন্য করে তুলেছিল।

রুক্মাবাঈ (১৯৫৫) ছিলেন ভারতের প্রথম নারী চিকিৎসক এবং প্রগতিশীল নারীবাদী। পুরুষতান্ত্রিক সমাজের বাঁধা ভেঙে তিনি নারীর শিক্ষার পথে আলোর দিশা দেখান।

আবদুল খালেক ইঞ্জিনিয়ার (১৯৬২) চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক আজাদী-এর প্রতিষ্ঠাতা, যিনি বাংলাদেশি সাংবাদিকতায় পথিকৃৎ।

মধু বসু (১৯৬৯) ছিলেন বাঙালি চলচ্চিত্র পরিচালক ও নাট্যব্যক্তিত্ব। মঞ্চ ও চলচ্চিত্রে তার অবদান আজও প্রেরণার উৎস।

এরিখ মারিয়া রেমার্ক (১৯৭০), জার্মান ঔপন্যাসিক, বিখ্যাত All Quiet on the Western Front-এর লেখক। যুদ্ধবিরোধী সাহিত্য তার নামকে বিশ্বখ্যাত করেছে।

আলেহানদ্রা পিসারনিক (১৯৭২), আর্জেন্টিনার কবি, যিনি তার গভীর বিষণ্নতা ও তীব্র আবেগঘন কবিতার জন্য স্মরণীয়।

সমর দাস (২০০১), বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও মুক্তিযুদ্ধের সময়কার গণসঙ্গীতের প্রাণপুরুষ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীতে তার অবদান জাতির ইতিহাসে চিরভাস্বর।

ওয়াঙ্গেরি মাথেই (২০১১), কেনিয়ার পরিবেশবাদী, নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত নারী যিনি বৃক্ষরোপণ আন্দোলনের মাধ্যমে টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

এস. পি. বালসুব্রহ্মণ্যম (২০২০), ভারতীয় কিংবদন্তি নেপথ্য কণ্ঠশিল্পী ও অভিনেতা, যার কণ্ঠ লক্ষ লক্ষ শ্রোতাকে মুগ্ধ করেছে।

কমলা ভাসিন (২০২১), দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী নারীবাদী, লেখক ও সমাজকর্মী। নারীর অধিকার আন্দোলনে তার ভূমিকা অমূল্য।

২৫ সেপ্টেম্বর ইতিহাসে হয়ে আছে বহু জ্ঞানী, সাহিত্যিক, শিল্পী, রাজনৈতিক নেতা ও সুরকারের প্রয়াণের দিন। তাঁদের চিন্তা, কর্ম ও অবদান মানবসভ্যতায় অমর হয়ে আছে। সমাজ পরিবর্তন, স্বাধীনতা সংগ্রাম, সাহিত্য, সঙ্গীত কিংবা বিজ্ঞান— প্রতিটি ক্ষেত্রে তারা রেখে গেছেন এক অনন্য উত্তরাধিকার, যা নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের
বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার