মৃত্যুবার্ষিকীর পাতায়
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০০:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের দিনে ইতিহাসের নানা প্রেক্ষাপটে যারা আমাদের ছেড়ে গেছেন তাদের কয়েকজনের কথা স্মরণ করি—
১১৮০ সালে মৃত্যুবরণ করেন ফ্রান্সের রাজা সপ্তম লুই। ক্রুসেড অভিযানে অংশগ্রহণকারী এই রাজা ইউরোপীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন।
১৭৮৩ সালে প্রয়াত হন বিশ্বখ্যাত সুইস গণিতজ্ঞ ও পদার্থবিদ লেওনার্ড অয়লার (জ. ১৭০৭)। গণিত ও তত্ত্বীয় পদার্থবিজ্ঞানে তাঁর অবদান আজও অম্লান।
১৮৯৯ সালে মারা যান বাঙালি চিন্তাবিদ ও সাহিত্যিক রাজনারায়ণ বসু (জ. ৭ সেপ্টেম্বর, ১৮২৬)। বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা তিনি।
১৯৪১ সালে মৃত্যুবরণ করেন ব্রিটিশ কৌতুকাভিনেতা ও গীতিমঞ্চ পরিচালক ফ্রেড কার্নো (জ. ১৮৬৬)। চার্লি চ্যাপলিনসহ বহু শিল্পীর উত্থানে তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন।
১৯৪৯ সালে প্রয়াত হন মার্কিন অভিনেতা ফ্রাঙ্ক মরগান (জ. ১৮৯০), যিনি The Wizard of Oz ছবির মাধ্যমে খ্যাতি পান।
১৯৫৬ সালে মৃত্যুবরণ করেন প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক মোতাহের হোসেন চৌধুরী (জ. ১৯০৩)। সমালোচনাধর্মী লেখার জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়।
১৯৬১ সালে মারা যান সুইডিশ কূটনীতিক, অর্থনীতিবিদ ও লেখক দগ হামারহোল্ড (জ. ১৯০৫)। জাতিসংঘের মহাসচিব হিসেবে তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছিলেন।
১৯৬৭ সালে প্রয়াত হন নোবেলজয়ী ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জন কক্ক্রফট (জ. ১৮৯৭), যিনি পরমাণু পদার্থবিজ্ঞানে যুগান্তকারী গবেষণা করেন।
১৯৭০ সালে সংগীতজগৎ হারায় কিংবদন্তি মার্কিন রক গিটারবাদক, গায়ক ও গীতিকার জিমি হেন্ডরিক্সকে (জ. ১৯৪২)। আধুনিক রক সংগীতে তিনি এক অনন্য নক্ষত্র।
১৯৯২ সালে প্রয়াত হন ভারতের একাধিক উচ্চপদে দায়িত্বপালনকারী মুহাম্মদ হিদায়াতউল্লাহ—তিনি ছিলেন ভারতের ১১তম প্রধান বিচারপতি, ৬ষ্ঠ উপ-রাষ্ট্রপতি এবং এক পর্যায়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
একই দিনে মৃত্যুবরণ করেন খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী মেনকা ঠাকুর (জ. ১৯১৭)। তাঁর কণ্ঠ রবীন্দ্রসঙ্গীতকে এক নতুন আবহে পৌঁছে দিয়েছিল।
২০২০ সালে প্রয়াত হন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দারুল উলুম হাটহাজারীর আচার্য শাহ আহমদ শফী (জ. ১৯২০)।
একই বছর, ২০২০-তে মৃত্যুবরণ করেন মার্কিন আইনজীবী ও সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বাদের গিন্সবার্গ (জ. ১৯৩৩)। নারীর অধিকার ও সমতার জন্য তিনি ছিলেন অবিচল কণ্ঠস্বর।
সমাজকালের পাঠকদের জন্য এই মৃত্যুবরণকারী ব্যক্তিত্বরা কেবল ইতিহাসের নাম নন, তাঁরা আমাদের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, বিজ্ঞান ও শিল্পকলার ধারা গঠনে অনন্য অবদান রেখে গেছেন।
