দামি ক্রিম নয়, ঘরোয়া টোটকায় ভরসা প্রিয়াঙ্কার
বলিউড থেকে হলিউড—দুই শিল্পক্ষেত্রেই সমান সফল প্রিয়াঙ্কা চোপড়া। বয়স বাড়লেও তার ত্বকের জেল্লা যেন আরও তরতাজা! এমন নিখুঁত স্কিনের রহস্য কী? সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে তার স্কিনকেয়ার রুটিনের আসল কাহিনি।