ইতিহাসে তৃতীয় বোলার সুনিল নারিন, টি-টোয়েন্টিতে ‘৬০০’ উইকেটের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:১৮, ৫ ডিসেম্বর ২০২৫
টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে বলা হয় ‘ফেরিওয়ালা’, কেউ বলেন আধুনিক যুগের রহস্যস্পিনের প্রাণভোমরা। বয়স ৩৭—তবুও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো একই রকম দাপুটে সুনিল নারিন। সেই দাপটেই বুধবার ছুঁয়ে ফেললেন এক ঐতিহাসিক মাইলফলক—প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট।
সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমে ক্যারিয়ারের এই অনন্য অর্জন স্পর্শ করেন ক্যারিবীয় তারকা। তার ৬০০তম শিকার ছিলেন ইংলিশ ব্যাটার টম অ্যাবেল। ম্যাচ শেষে তাকে অভিনন্দন জানাতে বিশেষভাবে ডিজাইন করা ‘৬০০’ নম্বর জার্সি উপহার দেয় ফ্র্যাঞ্চাইজি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ উইকেট নেওয়া বোলার মাত্র তিনজন।তালিকায় নারিন এখন তৃতীয়—. রশিদ খান (আফগানিস্তান) – ৬৮১ উইকেট, ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) – ৬৩১ উইকেট ও সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ) – ৬০০ উইকেট।
এ তিনজনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও ধারাবাহিক পারফর্মার হিসেবে বিবেচিত।
এক বিবৃতিতে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি জানায়—
“নারিনের এই অভূতপূর্ব অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি অন্যতম সেরা মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”
নারিন বহু বছর ধরে কলকাতা নাইট রাইডার্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, আবুধাবি নাইট রাইডার্স ও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সসহ বিভিন্ন দলে খেলেছেন এবং প্রতিটি লিগেই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন।
