তৃতীয় ওডিআইয়ের টিকিট নিমেষে শেষ! শতরানের হ্যাটট্রিক করবেন কোহলি?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:৪৯, ৫ ডিসেম্বর ২০২৫
ভারত–দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত ফর্মে উজ্জ্বল বিরাট কোহলি। রাঁচি ও রায়পুর—দুই ম্যাচেই পরপর সেঞ্চুরি করে ফের নিজের আধিপত্য প্রমাণ করেছেন ভারতের সাবেক অধিনায়ক। আর কোহলির সেই রূপেই দিশেহারা ক্রিকেটপ্রেমীরা। বিশাখাপত্তনমে সিরিজ নির্ধারণী তৃতীয় একদিনের ম্যাচের টিকিট তাই বাজারে আসতেই মুহূর্তে ‘সোল্ড আউট’ হয়ে গেছে।
অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) জানায়, প্রথম দফার টিকিট বিক্রি খুব একটা সাড়া পায়নি। ২৮ নভেম্বর বিক্রি শুরুর পরেও স্টেডিয়াম ছিল অর্ধেক ফাঁকা। কিন্তু রাঁচিতে কোহলির ১৩৫ রানের পরই পরিস্থিতি বদলে যায়। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে টিকিট মিনিটের মধ্যেই উধাও হয়ে যায়—একটি টিকিটও অবিক্রীত থাকে না।
এসিএর মিডিয়া অ্যান্ড অপারেশন্স অফিসার ওয়াই বেঙ্কটেশ বলেন,“রাঁচির ম্যাচের পর মানুষ ঝড়ের মতো টিকিট কিনতে শুরু করেন। যতগুলো টিকিট ছিল, সবকটাই কয়েক মিনিটে শেষ।”
ম্যাচের টিকিটের দাম ছিল ১,২০০ থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত। কিন্তু দাম নয়—কোহলির ফর্মই এবার দর্শকদের কাছে সবচেয়ে বড় প্রলোভন। কারণ বিশাখাপত্তনম কোহলির প্রিয় ভেন্যুগুলোর একটি।
বিশাখাপত্তনমে কোহলি মানেই রানের ঝড়
৭ ওডিআই ইনিংসে রান: গড় ৯৭.৮, ৩টি সেঞ্চুরি, একটি ৯৯, একটি ৬৫ রান।
এত সমৃদ্ধ পরিসংখ্যানই ক্রিকেটভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে—তৃতীয় ম্যাচে কি দেখা যাবে কোহলির শতরানের হ্যাটট্রিক?
প্রথম ম্যাচে ভারত ১৭ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে রায়পুরে ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে চার উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। তাই বিশাখাপত্তনম ম্যাচই হয়ে উঠেছে ডিসাইডার।
এখন পর্যন্ত সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন কোহলি—২৩৭ রান। এর আগে ক্যারিয়ারে মাত্র একবার পরপর তিন ওডিআইয়ে সেঞ্চুরি করেছেন তিনি। এবার সেই রেকর্ড আবারো স্পর্শ করতে পারেন কিনা, সেটাই এখন ক্রিকেটবিশ্বের সবচেয়ে বড় আলোচনার বিষয়।
