শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

ওকলাহোমায় বাস্কেটবল খেলায় মাথায় আঘাতে কোর্টেই জীবন গেল সোফোমোর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬:৩১, ২৮ নভেম্বর ২০২৫

ওকলাহোমায় বাস্কেটবল খেলায় মাথায় আঘাতে কোর্টেই জীবন গেল সোফোমোর

তরুণ বাস্কেটবল খেলোয়াড় ইথান ডিট্‌জ ছবি : সিএনেন

ওকলাহোমার কানার্স স্টেট কলেজের তরুণ বাস্কেটবল খেলোয়াড় ইথান ডিট্‌জ আর বাঁচলেন না। টেক্সাসে শনিবার অনুষ্ঠিত এক ম্যাচে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়—এ খবর নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অফিশিয়াল বিবৃতিতে জানানো হয়, ম্যাচের দ্বিতীয়ার্ধে ডিট্‌জ কোনো একধরনের মাথার আঘাতে আহত হন। কলেজের মুখপাত্র শ্যানন রিগ্‌সবির ভাষ্য, প্রাথমিকভাবে মাথায় আঘাতের তথ্য পাওয়া গেলেও আরও বিস্তারিত রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

বিবৃতিতে বলা হয়, “ইথান সত্যিকারের কাউবয় স্পিরিটের প্রতিচ্ছবি ছিলেন—কঠোর পরিশ্রম, দলীয় চেতনা ও প্রতিশ্রুতির অনন্য উদাহরণ। আমরা গভীর শোকের মধ্যেও তার পরিবার ও কাছের মানুষদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

ডিট্‌জের মৃত্যুর পর কলেজের পুরুষ ও নারী দলের বেশ কয়েকটি খেলা বাতিল করা হয়েছে। ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা এই ফরোয়ার্ড আরকানসাসের ভিলোনিয়া শহরের বাসিন্দা ছিলেন। চলতি মৌসুমে আট ম্যাচে তার গড় স্কোর ছিল ১১ পয়েন্ট। দুর্ঘটনাকবলিত ম্যাচে তিনি ২০ মিনিটে ৮ পয়েন্ট ও ৪ রিবাউন্ড করেছিলেন।

দুর্ভাগ্যজনক এই মৃত্যুর কারণে শোকাচ্ছন্ন কলেজ ক্যাম্পাসে আগামী ১ ডিসেম্বর ইথান ডিট্‌জের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনা-সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

এ ঘটনায় কলেজের অ্যাথলেটিক ডিরেক্টর ও পুরুষ দলের কোচের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কলেজের খেলোয়াড়, শিক্ষার্থী ও স্থানীয় সম্প্রদায় তরুণ প্রতিভাবান অ্যাথলেটকে হারিয়ে গভীরভাবে মর্মাহত।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে