আগামী বছরের ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকে জাপানের জার্সিতে খেলবেন শোহেই ওতানি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬:১৩, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৬:২২, ২৮ নভেম্বর ২০২৫
শোহেই ওতানি, ছবি: এনবিসি
বেসবল বিশ্বের সবচেয়ে বড় আইকন শোহেই ওতানি আগামী বছরের ওয়ার্ল্ড বেসবল ক্লাসিক (ডব্লিউবিসি)-এ জাপানের হয়ে খেলবেন। সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ঘোষণা দিয়েছেন লস অ্যাঞ্জেলেস ডজার্সের এই দুইমুখী সুপারস্টার।
ওতানি ২০২৩ সালের ডব্লিউবিসিতে জাপানকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই ঐতিহাসিক টুর্নামেন্টের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ আউটটি তিনি করেছিলেন তার তৎকালীন ক্লাব সতীর্থ মাইক ট্রাউটকে স্ট্রাইক আউট করে। ওই আসরেরই সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছিলেন ওতানি।
এই মাসের শুরুতেই ওতানি তার ক্যারিয়ারের চতুর্থ এমভিপি পুরস্কার জিতেছেন। এর ঠিক আগে ডজার্সকে টানা দ্বিতীয় বছরের মতো ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়ন করতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।
২০২৪ মৌসুমে টমি জন সার্জারি থেকে পুনর্বাসনের কারণে বল হাতে নামতে না পারলেও ২০২৫ সালে মাউন্ডে দারুণভাবেই ফিরেছেন এই জাপানি তারকা।
চলতি পোস্টসিজনেও ওতানি দেখিয়েছেন অবিশ্বাস্য নৈপুণ্য। মিলওয়াকির বিপক্ষে এনএল চ্যাম্পিয়নশিপ সিরিজের চতুর্থ ম্যাচে তিনি ১০ ব্যাটসম্যানকে স্ট্রাইক আউট করেন এবং একই ম্যাচে তিনটি হোম রানও হাঁকান—যা বহু বিশেষজ্ঞের মতে এমএলবি ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ড পারফরম্যান্স।
যদিও ওতানি জানিয়ে দিয়েছেন যে তিনি জাপানের জার্সিতে ডব্লিউবিসিতে খেলবেন, তবে পিচার হিসেবে নামবেন কি না, সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। টুর্নামেন্টটি শুরু হবে ২০২৬ সালের ৫ মার্চ। সূত্র : সিএনএন
