শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

হাঁটু ফেটে যাওয়ার ঝুঁকি জেনেও অনুশীলনে নেইমার

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৯:১২, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৪৯, ২৭ নভেম্বর ২০২৫

হাঁটু ফেটে যাওয়ার ঝুঁকি জেনেও অনুশীলনে নেইমার

বাঁ হাঁটুর মেনিসকাসে চিড় ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শ—অবিলম্বে আর্থ্রোস্কোপি সার্জারি। কিন্তু সার্জারি করলেই মৌসুম শেষ। এমন সংকটমুহূর্তে মাঠে না নেমে উপায় নেই সান্তোসের। কারণ দলটি আছে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে। আর ঠিক এই সময়েই চোট নিয়ে আবারও অনুশীলনে নেমে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের হাঁটু যে কোনো বড় আঘাতে “ফেটে যেতে পারে”—এমন ঝুঁকিও রয়েছে। তাই চিকিৎসকরা কঠোরভাবে বিশ্রাম ও সার্জারির পরামর্শ দিয়েছেন। কিন্তু ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন—দলের হয়ে লড়বেন, নাকি নিজের ক্যারিয়ারের ঝুঁকি কমিয়ে চিকিৎসার পথে হাঁটবেন।

ব্রাজিল লিগে আর মাত্র তিন ম্যাচ। সান্তোস আছে অবনমন অঞ্চলের ঠিক ওপরে—১৭তম স্থানে। যে কোনো ভুল তাদের রেলিগেশনের গভীর খাদে ঠেলে দিতে পারে।
সান্তোসের কোচ হুয়ান পাবলো ভোজভোদা তাই নেইমারকে মাঠে চান “নেতা” হিসেবেই।

ভোজভোদা বলেন, “স্পোর্ট ম্যাচে তাকে পাওয়ার পরিকল্পনা আছে। সিদ্ধান্তটা শেষ পর্যন্ত নেইমারের। ব্যথা থাকা সত্ত্বেও সে চেষ্টা করছে। আমরা তিন দিনে একবার ম্যাচ খেলছি—তাই তাকে তিন ম্যাচেই চাই।”

বুধবারের অনুশীলনে নেইমার ছিলেন, তবে স্পষ্ট দেখা গেছে—তিনি শতভাগ ফিট নন। পুরো কন্ট্যাক্ট ট্রেনিংয়ে নামেননি, বাঁ হাঁটু শক্তভাবে সাপোর্ট দিয়ে বেঁধে নন-কন্ট্যাক্ট অনুশীলন করেছেন।

এখনই সার্জারি করলে নেইমার কমপক্ষে এক মাসের জন্য মাঠের বাইরে চলে যাবেন। তাতে শুধু লিগ মৌসুমই শেষ হবে না; ২০২৬ সালের শুরুর ম্যাচ এবং মার্চে ব্রাজিল জাতীয় দলে ফেরার সুযোগও হুমকির মুখে পড়বে।

সুতরাং নেইমারের সামনে এখন কঠিন দ্বিধা—
দলকে বাঁচাবেন, নাকি নিজের হাঁটু বাঁচাবেন?

সান্তোসের রেলিগেশন ভাগ্য যেমন নির্ভর করছে এই সিদ্ধান্তে, তেমনি নির্ভর করছে নেইমারের ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ও। সব ঝুঁকি জেনেও অনুশীলনে ফেরার মধ্য দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন—সিদ্ধান্তটা তিনি ভেবে-চিন্তেই নেবেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে