গম্ভীরকে নিয়ে যা ভাবছে বিসিসিআই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:০১, ২৭ নভেম্বর ২০২৫
ভারতের ক্রিকেটে এক যুগের দাপট ভেঙে ঘরের মাঠেই বছরে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রশ্ন উঠেছে প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে নিয়ে এখনই কোনো কঠোর সিদ্ধান্তে যাচ্ছে না। বরং বোর্ডের নীতিনির্ধারকরা তাকে আরও সময় দিতে আগ্রহী।
বোর্ড সূত্রে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’কে জানানো হয়েছে, গম্ভীরকে সরিয়ে দেওয়ার প্রশ্ন আপাতত উঠছে না। একজন কর্মকর্তা বলেন, “গম্ভীরকে আমরা এখনই সরানোর কথা ভাবছি না। সে নতুন করে একটি দল তৈরি করছে। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে কোচ, নির্বাচক ও বোর্ড কর্তাদের মধ্যে বৈঠক হবে। দলের রূপান্তর পর্যায়টি গম্ভীর কীভাবে দেখছেন—সেটা জানতে চাওয়া হবে।”
একই সুর শোনা যায় ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ উল্লেখিত বিসিসিআইয়ের আরেক কর্মকর্তার কণ্ঠেও। তিনি বলেন, “হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নয় বোর্ড। দল রূপান্তরের পথে, সামনে বিশ্বকাপ। তাই এই মুহূর্তে গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত বদলের কোনো কারণ নেই।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করুণ হারের পর সংবাদ সম্মেলনেও গম্ভীর বলেন, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত পুরোপুরি বোর্ডের। নিজের সময়ে ভারত চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ জিতেছে—তাও মনে করিয়ে দেন তিনি। দলের ব্যর্থতা একার নয়, বরং সবার সম্মিলিত—এমন মন্তব্যও করেন ভারতীয় সাবেক ওপেনার।
এদিকে গুয়াহাটি টেস্টের শেষ দিনে ৫৪৯ রানের টার্গেটে নেমে ভারত গুটিয়ে যায় মাত্র ১০৪ রানে। ৪০৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা গড়ে ভারতের মাটিতে গত ২৫ বছরের সবচেয়ে বড় জয়। লাল বলে রানের হিসাবে এটিই ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।
২০০০ সালে হ্যান্সি ক্রনিয়ের নেতৃত্বে প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। এবার সেই কীর্তিতে যুক্ত হলেন টেম্বা বাভুমা। টেস্ট অধিনায়ক হিসেবে এখনও অপরাজিত তিনি—১২ ম্যাচে ১১ জয়, ১ ড্র।
অন্যদিকে ভারতের ঘরের মাঠে সর্বশেষ ৭ টেস্টের মধ্যে ৫টিতেই এসেছে হার—যা আরও বাড়িয়ে দিয়েছে কোচ প্রশ্নের তাপমাত্রা।
