শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

| ১৫ অগ্রাহায়ণ ১৪৩২

নারী কাবাডি বিশ্বকাপ: সেমিতে থামল বাংলাদেশের স্বপ্ন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:০৪, ২৩ নভেম্বর ২০২৫

নারী কাবাডি বিশ্বকাপ: সেমিতে থামল বাংলাদেশের স্বপ্ন

চাইনিজ তাইপের বিপক্ষে ২৫–১৮ পয়েন্টে হেরে বিদায় নেয় স্বাগতিকরা। ছবি: সংগৃহীত

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে থেমে গেল বাংলাদেশের দুর্দান্ত যাত্রা। রবিবার (২৩ নভেম্বর) চাইনিজ তাইপের বিপক্ষে ২৫–১৮ পয়েন্টে হেরে বিদায় নেয় স্বাগতিকরা। তবে এ হার সত্ত্বেও ব্রোঞ্জ পদক ইতোমধ্যেই নিশ্চিত হওয়ায় মাথা উঁচু করেই টুর্নামেন্ট শেষ করছে লাল–সবুজের মেয়েরা।

শুরু থেকেই নারী কাবাডি বিশ্বকাপে ছন্দে ছিল বাংলাদেশ। গ্রুপপর্ব আর নকআউট রাউন্ডে ধারাবাহিকতা ধরে রেখে পৌঁছে যায় টুর্নামেন্টের সেমিফাইনালে। শক্তিশালী চাইনিজ তাইপের মুখোমুখি হওয়ার আগেই দলের ভেতর ছিল ভিন্ন আবেগ—এটি ছিল দীর্ঘদিনের সারথি ও অধিনায়ক রুপালি আক্তার সিনিয়রের বিদায়ি ম্যাচ। শেষবারের মতো কোর্টে নামার আগে তাকে মুকুট পরিয়ে সম্মাননা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ম্যাচের শুরুটা একটু নড়বড়ে হলেও দ্রুত পরিস্থিতি সামলায় স্মৃতি-শ্রাবণীরা। পয়েন্টের লড়াই ছিল দড়ি টানাটানির মতোই। এক পর্যায়ে ব্যবধান কমিয়ে এনে চাপ সৃষ্টি করে বাংলাদেশ। তবুও প্রথমার্ধে ৯-৮ ব্যবধানে সামান্য পিছিয়ে বিরতিতে যেতে হয় স্বাগতিকদের।

বিরতির পর নতুন উদ্যমে কোর্টে নামে বাংলাদেশ। শুরুতেই ব্যবধান ঘুচিয়ে ১০-৯ পয়েন্টে এগিয়ে যায় লাল–সবুজ। কিন্তু শক্তিশালী চাইনিজ তাইপে দ্রুত ঘুরে দাঁড়িয়ে ১০-১০ সমতায় ফেরে। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে বাংলাদেশকে অল আউট করে এগিয়ে যায় চাইনিজ তাইপে। স্কোর তখন ১৫-১২। পরের সময়টুকু নিজেদের দাপট বজায় রেখে ব্যবধান আরও বাড়ায় তারা। শেষ পর্যন্ত ২৫-১৮ পয়েন্টে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে এশিয়ার এই শক্তিশালী দলটি।

আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) ফাইনালে মুখোমুখি হবে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত ও চাইনিজ তাইপে।

সেমিফাইনালে হার কিছুটা আক্ষেপের হলেও, বাংলাদেশের মেয়েরা এই সংস্করণের অন্যতম চমক জাগানো দল। ব্রোঞ্জ পদক নিশ্চিত হওয়ায় টুর্নামেন্ট শেষে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিতই মিলছে। রুপালি আক্তারের বিদায়ি ম্যাচও দলের জন্য হয়ে রইল আবেগঘন স্মৃতি।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার অবস্থা বিদেশ নেওয়ার মতো স্থিতিশীল নয় : ফখরুল
তারেক রহমানের ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল থেকে অনলাইন ক্লাস শুরু
ব্যবসায়ীদের কমফোর্ট জোন দিতে ব্যর্থ রাজনীতি: জামায়াত আমির
অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
ই-রিটার্নে রেকর্ড: ২০ লাখের বেশি রিটার্ন দাখিল
খেলাপি ঋণ সংকট কাটাতে ১০ বছর লাগবে: গভর্নর
ফ্লাই করার মতো অবস্থায় নেই খালেদা জিয়া—এভারকেয়ার থেকে জানালেন মান্না
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নিতে এয়ারঅ্যাম্বুলেন্স প্রস্তুত
খালেদা জিয়াকে নিয়ে মুশফিকুলের আবেগঘণ স্মৃতিচারণ ‘আমার ব্যক্তিগত ঋণ’
‘লুটপাটকারীদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’ — মির্জা ফখরুল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় রাষ্ট্রপতির গভীর উদ্বেগ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টার পরিষদের সভায় দোয়া
তফসিল কবে জানালেন সিইসি নাসির উদ্দিন
দুটি বিতর্কিত অভিযানের পর র‍্যাব-১৫–এ ‘গণবদলি’
বেগম জিয়া গণতান্ত্রিক সংগ্রামের অনন্য অনুপ্রেরণা: নাহিদ ইসলামের বিবৃতি
দেশে ফেরার বিষয়ে কথা বললেন তারেক রহমান