বিশ্বকাপের আগে আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ফিফা সিরিজ’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:১৪, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:০৭, ২৩ নভেম্বর ২০২৫
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
২০২৬ সাল বিশ্বকাপের বছর হলেও, তারও আগে বিশ্ব ফুটবলে যোগ হচ্ছে নতুন এক আন্তর্জাতিক টুর্নামেন্ট—‘ফিফা সিরিজ’। শুক্রবার ফিফা জানিয়েছে, আগামী বছরের মার্চ ও এপ্রিলের আন্তর্জাতিক বিরতি উইন্ডোতে মাঠে গড়াবে এই বহুমহাদেশীয় প্রীতি প্রতিযোগিতা।
ফিফার ব্যাখ্যায়, এই সিরিজের মূল উদ্দেশ্য—বিভিন্ন মহাদেশের জাতীয় দলকে একে অপরের বিপক্ষে খেলার সুযোগ দেওয়া, নতুন প্রতিপক্ষের সঙ্গে অভিজ্ঞতা বাড়ানো এবং ফুটবলে বৈচিত্র্য ধরে রাখা।
২০২৪ সালের সফল পাইলট প্রকল্পের পর এবার প্রথমবারের মতো বড় পরিসরে এ আয়োজন করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ফিফা জানায়, এবার প্রথমবার নারীদের জন্যও আলাদা সংস্করণ অনুষ্ঠিত হবে। নারী সিরিজ আয়োজন করবে ব্রাজিল, আইভরি কোস্ট ও থাইল্যান্ড।
অন্যদিকে পুরুষদের ফিফা সিরিজ ২০২৬ আয়োজন করবে—অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তান।
এ ছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ফিফা সিরিজ খেলোয়াড়, কোচ ও সমর্থকদের উন্নতির সুযোগ করে দেবে। এই আয়োজন ফুটবলের বৈচিত্র্য ও সর্বজনীনতাকে সামনে আনবে।”
তিনি আরও যোগ করেন, “দেশগুলোকে প্রতিযোগিতার মাধ্যমে যুক্ত করাই আমাদের লক্ষ্য। স্থানীয় সমর্থকদের বিশ্বমঞ্চের অভিজ্ঞতা দেওয়ার বড় উদ্যোগ এটি।”
কেন এই টুর্নামেন্ট?
আন্তর্জাতিক ফুটবলে প্রতিযোগিতামূলক সমতা আনা
ছোট ও নতুন দলগুলোকে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলার সুযোগ দেওয়া
ফুটবল সংস্কৃতি বিনিময়
নতুন বাজারে ফুটবল পরিচিতি বাড়ান
২০২৩–২৭ ফিফা উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দক্ষতা বৃদ্ধি
প্রতিটি গ্রুপে থাকবে বিভিন্ন মহাদেশের দল এবং ম্যাচগুলো প্রীতি ম্যাচের মতো হলেও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক পরিবেশ থাকবে।
এর ফলে দলগুলো নতুন কৌশল, নতুন খেলার ধরন ও নতুন প্রতিপক্ষের অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
