অ্যাশেজে ধারাভাষ্য দল থেকে বাদ ম্যাকগ্রা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:০০, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৪:২৩, ২১ নভেম্বর ২০২৫
গ্লেন ম্যাকগ্রা। ফাইল ছবি
অ্যাশেজ সিরিজের ঠিক ৪৮ ঘণ্টা আগে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ঝড় তুলল অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)। ধারাভাষ্যকার প্যানেল থেকে ছাঁটাই করা হলো অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রাকে। সিদ্ধান্তটি এসেছে হঠাৎই—তবে কারণটি প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।
‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে, ম্যাকগ্রা বর্তমানে আন্তর্জাতিক বেটিং কোম্পানি ‘বেট৩৬৫’-এর প্রচারে যুক্ত। আর এবিসির নিজস্ব নীতি অনুযায়ী, ধারাভাষ্য দলে বেটিং-সম্পর্কিত কোনও ব্যক্তিকে রাখা যাবে না। এ কারণেই কঠিন সিদ্ধান্ত নেয় এবিসি।
এবিসি এক বিবৃতিতে বলেছে—“অ্যাশেজ সিরিজের আগে এবিসি ও গ্লেন ম্যাকগ্রা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
বিরোধ এখানেই— বেট৩৬৫ ক্রিকেট অস্ট্রেলিয়ার স্পনসর।
মজার ব্যাপার হলো—বেট ৩৬৫ এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম স্পনসর। অস্ট্রেলিয়ার ম্যাচ বা অ্যাশেজ চলাকালীন টিভি স্ক্রিনে দেখা যাবে তাদের বিজ্ঞাপন।
অর্থাৎ, • ক্রিকেট অস্ট্রেলিয়া স্পন্সর হিসেবে গ্রহণ করেছে বেট৩৬৫-কে
কিন্তু • এবিসি নিজের নীতি থেকে একচুলও পেছায়নি
ফলে ক্ষতিগ্রস্ত হলেন গ্রেট পেসার ম্যাকগ্রা।
ম্যাকগ্রার বদলি হিসেবে ঘোষণা টম মুডিকে
এবিসি দ্রুতই তার বদলি ঘোষণা করেছে। নতুন ধারাভাষ্যকার তালিকায় থাকছেন—টম মুডি (ম্যাকগ্রার বদলি), জেসন গিলেসপি, ড্যারেন লেম্যান, স্টুয়ার্ট ক্লার্ক, করবিন মিডলমাস ও জিম ম্যাক্সওয়েল।
অ্যাশেজের ঠিক আগমুহূর্তে এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন—স্পনসরশিপ গ্রহণ করা হচ্ছে, কিন্তু ধারাভাষ্যে নিষেধ কেন? তবে এবিসি বলছে, নীতি ভাঙার প্রশ্নই আসে না।
