১৫০ বছরে প্রথমবার: অ্যাশেজে একাদশে দুই আদিবাসী ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:৩২, ২০ নভেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ার এক টেস্টে দুই আদিবাসী খেলোয়াড়ের ডগেট এবং দারল্ড। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ান ক্রিকেটে তৈরি হচ্ছে ইতিহাসের এক নতুন অধ্যায়। দীর্ঘ ১৫০ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবার নিজেদের একাদশে দুই আদিবাসী ক্রিকেটার নিয়ে মাঠে নামছে দলটি। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে পার্থে স্কট বোল্যান্ডের পাশাপাশি অভিষেক হচ্ছে ব্রেন্ডন ডগেটের—যা অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতিতে এক বিরল মুহূর্ত।
অ্যাশেজের আগেই একের পর এক চোটে ক্ষতবিক্ষত হয়েছে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ। নেতৃত্বে থাকা প্যাট কামিন্সের সঙ্গে বাদ পড়েছেন শন অ্যাবট ও জশ হ্যাজলউড। এই পরিস্থিতিতেই নতুন সম্ভাবনার দরজা খুলেছে ডগেটের জন্য। আগেই নিয়মিত স্কোয়াডে থাকা বোল্যান্ড ছিলেন দলে একমাত্র আদিবাসী ক্রিকেটার; এবার দুজন একসঙ্গেই খেলছেন প্রথমবার।
দলের পেস আক্রমণে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মিচেল স্টার্ক। তার সঙ্গে বোল্যান্ড ও ডগেট সামলাবেন পেস বিভাগ। ইনজুরি কাটিয়ে দলে ফিরে আসায় অলরাউন্ডার ক্যামেরন গ্রিন জায়গা পেয়েছেন ওয়েবস্টারের বদলে। আন্তর্জাতিক ক্রিকেটে সাত টেস্ট খেলা ওয়েবস্টার এবার স্কোয়াডে জায়গা হারালেন।
ব্যাটিং অর্ডারেও চমক রয়েছে। প্রথমবার একাদশে ঢুকেছেন ৩১ বছর বয়সী জ্যাক ওয়েদারল্ড। ৭৭টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১৩ সেঞ্চুরির মালিক এই বাঁ-হাতি ওপেনার পার্থে উসমান খাজার সঙ্গে ইনিংস শুরু করবেন। ২০১৯ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার এক টেস্টে দুই খেলোয়াড়ের (ডগেট–ওয়েদারল্ড) একসঙ্গে অভিষেক হতে যাচ্ছে।
পার্থ টেস্টে দুই দলের একাদশ
অস্ট্রেলিয়া
উসমান খাজা, জ্যাক ওয়েদারল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট।
ইংল্যান্ড
বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), মার্ক উড।
