আর্চারিতে কুলসুমের ঐতিহাসিক ব্রোঞ্জ জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:৪১, ১৩ নভেম্বর ২০২৫
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী কুলসুম আক্তার মনি। ছবি: টি স্পোর্টস
বাংলাদেশের আর্চারি অঙ্গনে নতুন ইতিহাস লিখলেন কুলসুম আক্তার মনি। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কম্পাউন্ড নারী এককে রোমাঞ্চকর ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে চাইনিজ তাইপের চেন সি উকে ১৪৫-১৪৪ স্কোরে হারিয়ে পদক ঘরে তোলেন স্বাগতিক এই আর্চার।
স্কোরলাইনের প্রতিটি রাউন্ডেই ছিল টানটান উত্তেজনা—(২৯-৩০, ২৯-২৯, ২৯-২৯, ২৮-২৯, ৩০-২৭)। শেষ রাউন্ডের দুর্দান্ত প্রত্যাবর্তনেই জয়ের হাসি ফুটে কুলসুমের মুখে। এই সাফল্য তার ক্যারিয়ারের প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদক।
চলতি আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় পদক। দিনের শুরুতেই মিশ্র দ্বৈত ইভেন্টে রৌপ্য জিতে দেশের জন্য গৌরব এনে দেন বন্যা আক্তার ও হিমু বাছাড় জুটি। আর বিকেলের সেশনে ব্রোঞ্জ জিতে আনন্দ দ্বিগুণ করেন কুলসুম।
কম্পাউন্ড নারী এককে ফাইনালে ওঠার হাতছানি ছিল কুলসুমের সামনে। সেমিফাইনালে ভারতের প্রাদ্বীপ প্রিথিকার সঙ্গে চোখ ধাঁধানো লড়াইয়ে হেরে যান ১৪৬-১৪৫ স্কোরে (৩০-৩০, ২৯-২৯, ২৯-৩০, ২৮-২৮, ২৯-২৯)। সেই হারই তাকে ব্রোঞ্জ লড়াইয়ে নামতে বাধ্য করে।
তবে দৃঢ় মানসিকতায় তিনি ঘুরে দাঁড়ান এবং দেশের মাটিতে দেশের দর্শকের সামনে এনে দেন প্রাপ্য আনন্দ।
এই প্রথমবারের মতো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন কুলসুম আক্তার। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের কম্পাউন্ড আর্চারিতে নতুন অধ্যায়ের দ্বারও খুলে দিল বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
বাংলাদেশ আর্চারির ক্রমোন্নতির এই ধারাকে সামনে রেখে স্বাগতিকরা এ টুর্নামেন্টে আরও সাফল্যের আশায় রয়েছে।
