চলতি সপ্তাহে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল
চলতি সপ্তাহে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:২৫, ১২ নভেম্বর ২০২৫
ছবি:মার্কা
২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে আগেই জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দুই জায়ান্ট—আর্জেন্টিনা ও ব্রাজিল। এবার আন্তর্জাতিক বিরতিকে কাজে লাগিয়ে তারা মাঠে নামছে প্রীতি ম্যাচে, বিশ্বকাপের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে।
আর্জেন্টিনা খেলবে মাত্র একটি ম্যাচ। ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে দেশটির বিপক্ষে বিশেষ প্রীতি ম্যাচে নামবে লিওনেল মেসির দল। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। জানা গেছে, এই ম্যাচের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) পাবে প্রায় ১৭০ কোটি টাকার পারিশ্রমিক।
এর আগে ভারতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল আর্জেন্টিনার। তবে লজিস্টিক সমস্যা, স্টেডিয়াম প্রস্তুতিতে দেরি এবং ফিফার অনুমোদন না পাওয়ায় ভারত সফর বাতিল করা হয়েছে। ফলে এই উইন্ডোতে কেবল একটি ম্যাচেই সীমাবদ্ধ থাকছে লাতিন পরাশক্তি।
অন্যদিকে ব্রাজিল নির্ধারিত সূচি অনুযায়ী ইউরোপ সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। এরপর ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলবে তারা।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য অবশ্য কিছুটা হতাশার খবর—এই ম্যাচগুলো উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশের জাতীয় দলও আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামছে। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে খেলবে জামাল ভূঁইয়ারা।
