যে কারনে আর্জেন্টিনার তিন তারকা বাদ পড়লেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:২৯, ১১ নভেম্বর ২০২৫
আতলেতিকো মাদ্রিদের তিন খেলোয়াড় হুলিয়ান আলভারেস, জুলিয়ানো সিমেওনে ও নাহুয়েল মোলিনা। ছবি: কোপ
আর্জেন্টিনা ফুটবল দলে বড় পরিবর্তন। অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আতলেতিকো মাদ্রিদের তিন খেলোয়াড়—হুলিয়ান আলভারেস, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমেওনে—কে দল থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ, তারা নির্ধারিত সময়ে ‘ইয়েলো ফিভার ভ্যাকসিন’ গ্রহণ করতে পারেননি, যা আফ্রিকান দেশটিতে প্রবেশের বাধ্যতামূলক শর্ত।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, টিকাদান সম্পন্ন না করায় তাদের অ্যাঙ্গোলায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে শুক্রবার স্থানীয় সময় বিকেল ১টায় অনুষ্ঠিতব্য ম্যাচটি তারা মিস করবেন।
এর আগে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকেও চোটের কারণে দলে রাখা হয়নি। ডান হাঁটুর হাড়ে ফোলাভাব থাকায় তিনি এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।
তবে কোচ লিওনেল স্কালোনি দলে নতুন রক্ত যোগ করেছেন। প্রথমবারের মতো সুযোগ পেতে পারেন তরুণ ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্তার, আর চোট কাটিয়ে ফিরেছেন লিসান্দ্রো মার্তিনেজ। যদিও মার্তিনেজ আপাতত ম্যাচে নয়, শুধুমাত্র অনুশীলনে অংশ নিচ্ছেন।
বিশ্লেষকরা বলছেন, আলভারেস-মোলিনা-সিমেওনে’র অনুপস্থিতিতে আর্জেন্টিনা দলে আক্রমণভাগে সাময়িক ঘাটতি তৈরি হবে, তবে কোচ স্কালোনি তরুণদের সুযোগ দিতে পারেন এই ম্যাচে।
