অভিষেকেই উইকেট পেলেন হাসান মুরাদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:৪১, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২৬, ১১ নভেম্বর ২০২৫
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেকে উইকেট তুলে নিয়ে আলোচনায় হাসান মুরাদ। ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক টেস্ট অঙ্গনে নিজের প্রথম ম্যাচেই সাফল্যের দেখা পেলেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেকেই উইকেট তুলে নিয়েছেন এই তরুণ স্পিনার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১৮ রানে ৬ উইকেট খোয়াল আইরিশরা। ক্রিজে আছেন লোরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রিয়েন।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। তবে ইনিংসের চতুর্থ বলেই পেসার হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে ফেরেন বালবার্নি। রিভিউ নিলেও বাঁচতে পারেননি তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বাংলাদেশ ফিল্ডারদের ক্যাচ মিসের হ্যাটট্রিক হতাশা ছড়ায়। টানা তিন ওভারে তিনটি সহজ ক্যাচ ফেলে দেয় স্বাগতিকরা।
প্রথমে নাহিদ রানার বলে পল স্টার্লিংয়ের ক্যাচ মিস করেন সাদমান ইসলাম।পরের ওভারে ক্যাডে কারমাইকেলের পুল শটে বলের আঘাতে হাত ফেটে মাঠ ছাড়েন তাইজুল ইসলাম।এরপর মিরাজও স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন এবং আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
প্রথম দিকের ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে স্টার্লিং ও কারমাইকেল ৯৬ রানের জুটি গড়েন। অবশেষে স্টার্লিংকে (৬০) ফেরান নাহিদ রানা, আর কারমাইকেল (৫৯) বিদায় নেন মিরাজের বলে।
পরের দিকে কার্টিস ক্যাম্ফার ও টাকার মিলে ৫৩ রানের জুটি গড়েন। এই জুটিই ভাঙেন বাংলাদেশের নতুন স্পিন তারকা হাসান মুরাদ—তাঁর বলেই ক্যাম্ফার (৪৪) ফেরেন সাজঘরে।
বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরেই সম্ভাবনাময় স্পিনার হিসেবে নজরে ছিলেন হাসান মুরাদ। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে অভিষেকেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। বাঁহাতি স্পিনে ধারাবাহিক লাইন ও লেংথে বল করে টাকার-ক্যাম্ফার জুটিকে ভাঙেন এই তরুণ।
