রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

লাঞ্চ বিরতির পরই দুই উইকেট হারাল আইরিশরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:০৯, ১১ নভেম্বর ২০২৫

লাঞ্চ বিরতির পরই দুই উইকেট হারাল আইরিশরা

মধ্যাহ্ন বিরতির আগে ৯৪ রানে একটি উইকেট হারিয়ে ইনিংস গড়েছিল আইরিশরা। এখানে অন্যতম ব্যাটসম্যান পল স্টার্লিং ৭৬ বল খেলে ৬০ রানে শটগান পর্ব শেষ করেছিলেন। বিরতির পরই বাংলাদেশ দল ফিরে একাধিক মূল উইকেট দখল করে ম্যাচের গতিপথ পাল্টে দেয়।
ভবিষ্যতের পরিস্থিতির দিকে তাকিয়ে দেখা যায়— লাঞ্চ বিরতির পর ফিরে আসার প্রথম ওভারে, নাহিদ রানা’র বলে স্টার্লিং ক্যাচে ধরিয়ে দিয়ে আউট হন। পরবর্তী ওভারে মেহেদী হাসান মিরাজ  একটি লেগবিফোরের সুযোগ নিয়ে হ্যারি টেকটরকে ফিরিয়ে দেন। ৬ বলে মাত্র ১ রান করে ফেরেন টেকটর। এই কার্যক্রম বাংলাদেশ বোলিং ইউনিটের জন্য বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।
রিপোর্ট লেখার সময় বর্তমানে আয়ারল্যান্ডের স্কোর ২৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০১ রান। কেড কারমাইকেল  ৩৪ রানে ব্যস্ত এবং অপর পাশে কার্টিন ক্যাম্ফার মাত্র ১ রানে ব্যাট করছেন।
এর আগে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নির । কিন্তু ইনিংসের প্রথম ওভারে পেসার  হাসান মাহমুদের বলেই লেগবিফোর হয়ে তিনি ফেরেন—৪ বল খেলে কোন রানও নেই। সেই মুহূর্ত থেকেই প্রতিরোধমূলক পরিকল্পনায় নামতে হয় বাংলাদেশকে। তবে প্রথম সেশনের বাকি অংশে আইরিশদের ব্যাটিং তেমন চাপে পড়তে পারেনি, যার কারণে মাঝ সময়ে ২৬ ওভারে ১ উইকেটে ৯৪ রানে মধ্যাহ্ন বিরতি নিয়েছে তারা।
মাঠটি—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উইকেট ব্যাটিং বান্ধব ধরা পড়েছে। এ তথ্য স্টার্লিং ও কারমাইকেলের একযোগে গড়া ৯৪ রানের জুটি মধ্যাহ্ন বিরতির আগেই প্রমাণ করেছে।
বাংলাদেশ একাদশ ছিল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেকটর, কার্টিন ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটকিপার), জর্ডান নেইল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথ্যু হামফ্রিস, ক্রেইগ ইয়ং।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু