অধিনায়ক শান্তর চোখে ‘এই সিরিজ শুধু মুশফিকের’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:৪২, ১০ নভেম্বর ২০২৫
মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেটে। কিন্তু এই সিরিজে শুধু প্রতিপক্ষ নয়, ভেতরে আরও এক বড় উপলক্ষ—বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের শততম টেস্টের মাইলফলক ছোঁয়ার যাত্রা। এই কারণেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখে পুরো সিরিজটিই যেন মুশফিকের।
প্রথম টেস্ট হবে মুশফিকের ৯৯তম ম্যাচ, আর ১৯ নভেম্বর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টেই তিনি পা রাখবেন শততম টেস্টে। বাংলাদেশের আর কেউ এখনো এই সংখ্যার কাছাকাছিও পৌঁছাতে পারেননি—মুমিনুল হক ৭৩, সাকিব আল হাসান ৭১ ও তামিম ইকবাল ৭০ টেস্ট খেলেছেন।
অধিনায়ক শান্তর কণ্ঠে শ্রদ্ধা ও আবেগ
সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেন, “সবাই খুবই এক্সাইটেড। আমার মনে হয় কাল ইনশাআল্লাহ মুশফিক ভাইয়ের ৯৯তম টেস্ট হবে। আমি ব্যক্তিগতভাবে এই দুটি টেস্ট সেলিব্রেট করতে চাই।”
তিনি আরও বলেন, “মুশফিক ভাই ড্রেসিং রুমে থাকা মানেই আত্মবিশ্বাস। তার অভিজ্ঞতা দলকে সবসময় অনুপ্রেরণা দেয়। বিশেষ করে ক্রাঞ্চ মোমেন্টে কীভাবে চাপ সামলাতে হয়, সেটা তার কাছ থেকে আমরা শিখি।”
দলের সবাই জানে, এই সিরিজ শুধু জয়-পরাজয়ের নয়, বরং এক অভিজ্ঞ যোদ্ধার প্রতি সম্মান জানাবারও। শান্ত বলেন,“স্পেশালি ১০০তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারেন, তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব। এটা শুধু মুশফিক ভাইয়ের জন্য না, পুরো দেশের জন্যই একটা গর্বের বিষয়।”
