লেভানডফস্কির হ্যাটট্রিকে বার্সার জয়, রিয়ালের হোঁচট লা লিগায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:২২, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৪৭, ১১ নভেম্বর ২০২৫
লেভানডফস্কির হ্যাটট্রিকে বার্সার জয়। ছবি: সংগৃহীত
লা লিগায় শিরোপা লড়াই জমে উঠেছে নতুন করে। পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। অন্যদিকে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্রয়ে হোঁচট খাওয়ায় দুই দলের ব্যবধান নেমে এসেছে মাত্র তিন পয়েন্টে।
রবিবার রাতে সেল্টার মাঠ বালাইদোসে শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকে জাভির শিষ্যরা। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি থেকে প্রথম গোল করেন লেভানডফস্কি। কিন্তু পরের মিনিটেই দ্রুত পাল্টা আক্রমণে গোল করে সমতা ফেরায় সেল্টা ভিগো।
৩৭তম মিনিটে মার্কাস র্যাশফোর্ডের নিখুঁত থ্রু-পাসে দ্বিতীয়বার জালে বল পাঠিয়ে বার্সাকে ২-১ এ এগিয়ে দেন লেভানডফস্কি। কিন্তু বিরতির আগ মুহূর্তে বোর্জা ইগলেসিয়াসের গোলে আবারও সমতায় ফেরে ম্যাচ (২-২)।
তবে ইনজুরি টাইমে আলো ছড়ান কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল। বক্সের বাইরে থেকে তার বুলেট গতির শট সরাসরি জালে জড়ালে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে ধীর গতির খেলায় ৭৩তম মিনিটে আবারও র্যাশফোর্ডের পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ৪-২ ব্যবধানের জয়ে দলকে নিরাপদে রাখেন লেভানডফস্কি।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ রায়ো ভালেকানোর মাঠে গোলশূন্য ড্রয়ে আটকে যায়। এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, বেলিংহ্যামদের একাধিক সুযোগ হাতছাড়া হওয়ায় রিয়ালকে হতাশ হতে হয়।
লা লিগা টেবিল আপডেট (১০ নভেম্বর পর্যন্ত):
| দল | ম্যাচ | পয়েন্ট |
| রিয়াল মাদ্রিদ | ১২ | ৩০ |
| বার্সেলোনা | ১২ | ২৭ |
| অ্যাটলেটিকো মাদ্রিদ | ১১ | ২৪ |
