বিগ বস খ্যাত অভিনেত্রীর ও শ্রীকান্তপুত্র অনিরুদ্ধের দ্বিতীয় ইনিংস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:১৫, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:১৭, ১০ নভেম্বর ২০২৫
অনিরুদ্ধ শ্রীকান্ত এবং সংযুক্তা। ছবি: এক্স
ভারতের সাবেক ক্রিকেটার ও ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের ছেলে অনিরুদ্ধ শ্রীকান্ত আবারও আলোচনায় এসেছেন মাঠের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে। শোনা যাচ্ছে, তিনি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন—আর পাত্রীর নাম দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও ‘বিগ বস’ খ্যাত সংযুক্তা।
সংযুক্তা ২০০৭ সালে ‘মিস চেন্নাই’ খেতাব অর্জনের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। যদিও শুরুতে চলচ্চিত্রে সাফল্য পাননি, ‘বিগ বস’ রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর তিনি তামিল চলচ্চিত্রে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।
সম্প্রতি দীপাবলি উৎসবে অনিরুদ্ধ ও সংযুক্তাকে একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদানের গুঞ্জন আরও জোরদার করেছে। দুজনের একসঙ্গে হাস্যোজ্জ্বল ছবি এখন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে সংযুক্তা বলেন, “সবকিছুই তো সমাজমাধ্যমে দেখা যাচ্ছে।” তবে অনিরুদ্ধ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
এই সম্পর্ক সত্য হলে এটি হবে অনিরুদ্ধের দ্বিতীয় বিয়ে। ২০১২ সালে তিনি আরতি বেঙ্কটেশকে বিয়ে করেছিলেন, তবে কয়েক বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়।
অন্যদিকে, সংযুক্তার আগের স্বামী ছিলেন তামিল চলচ্চিত্র পরিচালক কার্তিক শঙ্কর। তাদের এক ছেলে রয়েছে, যার সঙ্গে বর্তমানে তিনি আলাদা থাকেন।
অনিরুদ্ধ শ্রীকান্ত জাতীয় দলে সুযোগ না পেলেও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এই সময় ২৬ ম্যাচে তার রান মাত্র ১৮৭। ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শেষ ম্যাচ খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে তার রান ১,০৩১ এবং লিস্ট-এ ক্রিকেটে ২,০৬৩ রান। বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।
