এনজো ফার্নান্দেজের বড় সিদ্ধান্ত
আর্জেন্টিনা স্কোয়াডে থেকেও নাম সরালেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:৫২, ৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৫৩, ৯ নভেম্বর ২০২৫
এনজো ফার্নান্দেজ। ছবি: ফুটবল ট্রান্সফারস
ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা জাতীয় দল মাত্র একটি ম্যাচ খেলবে—১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে। লিওনেল স্ক্যালোনি ঘোষিত ২৪ সদস্যের সেই দলে ছিলেন চেলসি তারকা এনজো ফার্নান্দেজ। কিন্তু শেষ পর্যন্ত হাঁটুর ইনজুরি ও ক্লাবের পরামর্শে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
চেলসির হয়ে সর্বশেষ ম্যাচে উলভসের বিপক্ষে পুরো ম্যাচের প্রায় শেষ পর্যন্ত খেলেন ফার্নান্দেজ। তবু ম্যাচ শেষে তিনি জানান, “আমি আর্জেন্টিনার সঙ্গে থাকতে পারব না। গত চার মাস ধরে হাঁটুতে সমস্যা হচ্ছে, হাড়ে ফোলাভাব আছে। অনেক ম্যাচ খেলতে হচ্ছে, তাই কোচিং স্টাফ আমাকে বিশ্রামের সিদ্ধান্ত দিয়েছে। এই দুই সপ্তাহে যতটা সম্ভব সুস্থ হয়ে উঠতে হবে।”
চেলসির মেডিকেল টিমও তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে, যাতে বিশ্বকাপ বাছাইপর্ব ও ক্লাব মৌসুমের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে তিনি পুরোপুরি ফিট হতে পারেন।
ফার্নান্দেজের এই সিদ্ধান্তে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির কিছুটা চিন্তা বাড়তে পারে। কারণ, আর্জেন্টাইন লিগে খেলা খেলোয়াড়দের এই উইন্ডোর স্কোয়াডে ডাকতে পারেননি তিনি। আগের স্কোয়াডের পারেদেস, মন্টিয়েল, রিভেরো ও আকুনা অনুপস্থিত। ফলে বাধ্য হয়েই প্রথমবারের মতো ডাকতে হয়েছে জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি ও ম্যাক্সিমো পেরোনেকে।
আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায়, তাদের স্বাধীনতা দিবস (১১ নভেম্বর) উপলক্ষে। পর্তুগালের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতা অর্জন করে দেশটি। ঐতিহাসিক এই উপলক্ষে মেসিদের মতো বিশ্বচ্যাম্পিয়নদের আতিথ্য দিতে পেরে আনন্দিত আফ্রিকান দেশটি।
