এশিয়ান আরচারির সভাপতি বাংলাদেশের চপল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৫৪, ৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:৩১, ৮ নভেম্বর ২০২৫
কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। ছবি : চপলের ফেসবুক পেজ
বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। ওয়ার্ল্ড আরচারির এশিয়া অঞ্চলের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয় ওয়ার্ল্ড আরচারির এশিয়ার কংগ্রেস। এ কংগ্রেসে সভাপতি পদে লড়েন দুই প্রার্থী—দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান এবং বাংলাদেশের চপল।
ভোটাভুটিতে কোরিয়ার চুং ইউ সান পান ৯ ভোট, আর বাংলাদেশি প্রার্থী চপল পান বিপুল ২৯ ভোট। ফলে চপল জয়ী ঘোষণা হতেই উপস্থিত প্রতিনিধিদের মধ্যে হাততালির ঝড় ওঠে।
দুই মেয়াদে ওয়ার্ল্ড আরচারির এশিয়ার প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা চপল এবার সর্বোচ্চ পদে আসীন হলেন। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া কূটনীতিতে নতুন এক দিগন্ত উন্মোচিত হলো।
প্রতিদ্বন্দ্বী চুং ইউ সান বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হুন্দাই গ্রুপের একজন পদস্থ কর্মকর্তা এবং আগে এশিয়ান আরচারির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে এবার তিনি ঢাকায় উপস্থিত থাকতে পারেননি এবং অনলাইন ভোটিংয়ের মাধ্যমেই ফল নির্ধারিত হয়।
বাংলাদেশে অনুষ্ঠিত এই কংগ্রেসকে ঘিরে আন্তর্জাতিক ক্রীড়া মহলে ব্যাপক আগ্রহ দেখা দেয়। বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্মকর্তারা চপলের নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।
কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের এই সাফল্যে বাংলাদেশের ক্রীড়া পরিবারে উৎসবের আমেজ বইছে।
