সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

বিশ্বকাপে শান্তির বার্তা  ‘ফিফা পিস প্রাইজ’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:২৮, ৬ নভেম্বর ২০২৫

বিশ্বকাপে শান্তির বার্তা  ‘ফিফা পিস প্রাইজ’

বিশ্বকাপে শান্তির বার্তা  ‘ফিফা পিস প্রাইজ’। ছবি: ইএসপিএন

বিশ্বজুড়ে সংঘাত, বিভাজন ও অস্থিরতার সময়েই শান্তির প্রতীক হিসেবে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এবার ঘোষণা করেছে ‘ফিফা পিস প্রাইজ’—যে পুরস্কারটি প্রদান করা হবে শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহাবস্থান ও ঐক্যের অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ।

ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বুধবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামে পুরস্কারটির ঘোষণা দেন। সেখানে অল্প কিছুক্ষণ আগেই ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইনফান্তিনো জানান, প্রথমবারের মতো এই পুরস্কারটি প্রদান করা হবে আগামী ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে। তবে প্রথম বিজয়ীর নাম প্রকাশ করেননি তিনি, শুধু বলেন— “৫ ডিসেম্বর দেখবেন।”

ইনফান্তিনো বলেন,“বর্তমানের বিভক্ত ও অস্থির বিশ্বে যারা মানুষকে একত্রে আনতে ও সংঘাতের অবসান ঘটাতে কাজ করছেন, তাদের অবদান স্বীকৃতি দেওয়া জরুরি। ফুটবল কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত গোলটা করতে হয় নেতৃত্বকে—যারা সত্যিকার অর্থে শান্তির জন্য কাজ করেন।”

ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, এই পুরস্কারটি প্রতিবছর ‘বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে’ এমন একজন ব্যক্তিকে দেওয়া হবে, যিনি মানবিক শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেন।

তবে ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জল্পনা—প্রথম ‘পিস প্রাইজ’ বিজয়ী কি ট্রাম্প নিজেই? কারণ, ফিফা ও ট্রাম্পের সম্পর্ক এখন বেশ ঘনিষ্ঠ। ইনফান্তিনো বলেন,“আমার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দারুণ সম্পর্ক। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, তিনি বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে আমাদের অনেক সাহায্য করেছেন।”এর আগে ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত তিনি পুরস্কার পাননি। তবু রিপাবলিকান দল ও তার ঘনিষ্ঠ মহল সক্রিয়ভাবে লবিং করেছিল।

ফিফা ও ট্রাম্প পরিবারের সম্পর্কের আরেক অধ্যায় যুক্ত হয়েছে সম্প্রতি—২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির আংশিক অর্থে গঠিত ১০০ মিলিয়ন ডলারের শিক্ষা প্রকল্পের বোর্ডে ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে অন্তর্ভুক্ত করেছে ফিফা।

এই পটভূমিতে অনেকেই বলছেন, ‘ফিফা পিস প্রাইজ’ একদিকে মানবিক মূল্যবোধ ও বিশ্ব ঐক্যের প্রতীক হলেও, ট্রাম্প-ইনফান্তিনো ঘনিষ্ঠতার কারণে এর পেছনে রাজনৈতিক প্রভাবও অস্বীকার করা যায় না।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
৮-১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল
জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিই
নির্বাচনী ইশতেহারে অর্থ, পেশীশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে অঙ্গীকার চায় টিআইবি
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি
বাড়ল ভোজ্যতেলের দাম
কৃষি কর্মকর্তাদেরও লটারির মাধ্যমে পদায়ন: কৃষি উপদেষ্টা
আরও ১০০ কোল্ড স্টোরেজ: কৃষি উপদেষ্টা
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা
১৯৭১ সালেই মানুষ তাদের কর্মকাণ্ড দেখেছে : তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার নির্বাচন কমিশনারের বৈঠক
রোজা–পূজা নিয়ে মন্তব্য : জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
৭ ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান
নতুন জোটের ঘোষণা দিল এনসিপি
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ