মেসির শেষ বিশ্বকাপ জার্সিতে ম্যারাডোনার ছোঁয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:০৩, ৬ নভেম্বর ২০২৫
মেসির শেষ বিশ্বকাপ জার্সিতে ম্যারাডোনার ছোঁয়া। ছবি: বিবিসি নিউজ
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য নতুন হোম কিট উন্মোচন করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এই জার্সিই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপের প্রতীকী পোশাক—যার নকশায় রয়েছে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ছোঁয়াও।
নতুন জার্সিতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা-আকাশি নীল উল্লম্ব স্ট্রাইপ বজায় রাখা হয়েছে। তবে এবার যোগ করা হয়েছে আধুনিক গ্রেডিয়েন্ট শেডিং—প্রতিটি নীল দাগে হালকা থেকে গাঢ় নীলের সূক্ষ্ম পরিবর্তন, যা জার্সিটিকে দিয়েছে আধুনিক ও প্রিমিয়াম লুক।
বিশ্বচ্যাম্পিয়নদের এই জার্সি উন্মোচন করা হয়েছে বিশ্বকাপ শুরুর সাত মাস আগেই। ২০২২ সালের মতো শেষ মুহূর্তের চমক নয়, এবার অনেক আগে থেকেই জার্সিটি সামনে এনেছে অ্যাডিডাস।
এই কিটের ডিজাইন অনুপ্রাণিত ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের তিনটি বিশ্বকাপজয়ী জার্সি থেকে—যেগুলোর প্রতিটি যুগ আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে একেকটি অধ্যায়। সবচেয়ে গাঢ় নীল শেডটি স্মরণ করায় ১৯৭৮ সালের পাসারেইয়ার অধীনে জয়ী দলের জার্সি; মাঝারি রঙটি মেসির হাতে ২০২২ সালের গৌরবময় মুহূর্তের প্রতীক; আর সবচেয়ে হালকা আকাশি নীল রঙটি ম্যারাডোনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের স্মারক।
গলার পেছনে খোদাই করা আছে ‘১৮৯৬’—আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিষ্ঠাবর্ষ। কাঁধে অ্যাডিডাসের তিনটি নীল স্ট্রাইপ ও হাতার প্রান্তে গাঢ় নীল রেখা যুক্ত করে পুরো ডিজাইনটিকে আরও বোল্ড করে তোলা হয়েছে।
২০২৬ সালের কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে এই জার্সি খেলোয়াড়দের শরীর ঠাণ্ডা ও আরামদায়ক রাখতে সাহায্য করবে। অ্যাডিডাস জানিয়েছে, সর্বাধুনিক ‘হিট.আরডি’ প্রযুক্তিতে তৈরি এই কিট খেলোয়াড়দের কর্মক্ষমতা ও আরাম দুটোই বাড়াবে।
অতীতের সোনালি গৌরব আর বর্তমানের আধুনিকতার এই মিশেলে মেসির শেষ বিশ্বকাপের জার্সি যেন এক প্রতীক—ম্যারাডোনা থেকে মেসি পর্যন্ত আর্জেন্টিনার গর্বিত ফুটবল ঐতিহ্যের ধারাবাহিকতার অনন্য সাক্ষ্য।
