রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৮ কার্তিক ১৪৩২

সিডনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার, দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৪:৪২, ১ নভেম্বর ২০২৫

সিডনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার, দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার

ভারতের তারকা মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার ধীরে ধীরে প্লীহা (spleen) সংক্রান্ত চোট থেকে সেরে উঠছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় গুরুতর চোট পাওয়ার পর তাঁকে সিডনির এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আইয়ারকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে এবং তিনি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

বিসিসিআই সূত্রে জানা গেছে, আইয়ার আপাতত সিডনিতেই থাকবেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। তাঁর ফলো-আপ কনসালটেশন ও পুনর্বাসন প্রক্রিয়া চলবে স্থানীয় মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে। চিকিৎসকরা উড়ানের উপযুক্ত ঘোষণা করলেই তিনি ভারতে ফিরবেন।

গত ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন ফিল্ডিংয়ের সময় শ্রেয়স আইয়ার পেটে আঘাত পান, যার ফলে প্লীহায় ছিদ্র ও অভ্যন্তরীণ রক্তপাত হয়। দ্রুত চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে রক্তপাত বন্ধ করেন। সিডনির চিকিৎসক ড. কোরুশ হাঘিগি ও তাঁর টিমের পাশাপাশি ভারতের ড. দীনশ পারদিওলা যৌথভাবে চিকিৎসা তত্ত্বাবধান করেন।

ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, শ্রেয়স এখন অনেকটাই ভালো আছেন এবং সতীর্থদের পাঠানো বার্তার উত্তরও দিচ্ছেন। তাঁর এই দ্রুত সেরে ওঠার খবর ক্রিকেট মহলে স্বস্তির সঞ্চার করেছে।

সূত্রে আরও জানা গেছে, শ্রেয়সের বোন শ্রেষ্ঠা আইয়ার এখন সিডনিতে রয়েছেন এবং বিসিসিআই-এর তত্ত্বাবধানে তাঁর সমস্ত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা করা হয়েছে। বোর্ডের চিকিৎসক রিজওয়ান খান প্রতিনিয়ত তার পাশে আছেন।
এদিকে সূর্যকুমার যাদবের মা ছটপুজোয় শ্রেয়সের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন—সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুরো ক্রিকেট বিশ্ব এখন অপেক্ষা করছে, কবে ফিরবেন ভারতীয় মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ শ্রেয়স আইয়ার।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অন্য দলের প্রতীকে ভোটের বিপক্ষে এনসিপি, জানাল চিঠিতে
‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি
পুলিশ আটকে দিল এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা
মালিবাগে ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
দুই পক্ষের সঙ্গে ঐক্যমত: নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা
দেশীয় ফ‍্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সনদ বাস্তবায়নে আবারও আরপিওতে পরিবর্তন আসছে
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
জাকির নায়েকের সম্ভাব্য সফরে দিল্লির মন্তব্যে ঢাকার প্রতিক্রিয়া
‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প