রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৮ কার্তিক ১৪৩২

গোল্ডেন বুট জয়ের পর জানালেন এমবাপ্পে ‘রিয়ালে আরও বহু বছর থাকতে চাই’ 

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৪:১২, ১ নভেম্বর ২০২৫

গোল্ডেন বুট জয়ের পর জানালেন এমবাপ্পে ‘রিয়ালে আরও বহু বছর থাকতে চাই’ 

দলগতভাবে মৌসুমটা তেমন সফল না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। ৩৪ ম্যাচে ৩১ গোল করে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

গতকাল (৩১ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এমবাপ্পের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রিয়ালের কোচ জাবি আলোনসো ও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। 
পুরস্কার গ্রহণের পর এমবাপ্পে বলেন,“গোল্ডেন বুট আমার জন্য গর্বের মুহূর্ত। তবে দলীয় অর্জনের চেয়ে বড় কিছু নেই। আমি রিয়াল মাদ্রিদে আরও বহু বছর থাকতে চাই এবং ক্লাবের হয়ে আরও অনেক ট্রফি জিততে চাই।”

 গোল্ডেন বুট জয়ের পেছনের পরিসংখ্যান

ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার নির্ধারিত নিয়ম অনুযায়ী ইউরোপের প্রতিযোগিতামূলক লিগগুলোয় গোলের মান ও পয়েন্টের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়।

এমবাপ্পে পেয়েছেন ৬২ পয়েন্ট (৩১ গোল × ২)।
দ্বিতীয় স্থানে ছিলেন স্পোর্টিং লিসবনের ভিক্টর ইয়োকেরেস, যিনি করেছেন ৩৯ গোল (৫৮.৫ পয়েন্ট)।
তৃতীয় স্থানে ছিলেন লিভারপুলের মোহামেদ সালাহ (৫৮ পয়েন্ট, ২৯ গোল)।
১৯৬৭-৬৮ মৌসুম থেকে পুরস্কারটি চালু হয়। সর্বোচ্চ ৬ বার গোল্ডেন বুট জয়ের রেকর্ড রয়েছে লিওনেল মেসির দখলে।

কোচ আলোনসোর অধীনে ২০২৫–২৬ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ।
সব প্রতিযোগিতায় ১৩ ম্যাচে ১২ জয়ে শীর্ষে তারা। লা লিগায় ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে রিয়াল এখন এক নম্বরে, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ২২।

সাম্প্রতিক ‘এল ক্লাসিকো’য় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারানোর পর এখন ক্লাবের লক্ষ্য মৌসুমের শিরোপা সংগ্রহ বাড়ানো। এমবাপ্পে বলেন, “আমাদের দলে অসাধারণ ঐক্য ও বন্ধুত্ব আছে। আমি নিশ্চিত, এই মৌসুমে আমরা বড় কিছু করতে পারব।”

পুরস্কার জেতায় এমবাপ্পেকে অভিনন্দন জানিয়ে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন,“তোমার মতো খেলোয়াড় রিয়ালের ঐতিহ্যের প্রতীক। ৩৪ ম্যাচে ৩১ গোল, সব মিলিয়ে ৪৪ গোল—এটা অসাধারণ অর্জন। রিয়ালের ইতিহাসে মাত্র তিনজন খেলোয়াড় এই পুরস্কার জিতেছেন—হুগো সানচেজ, ক্রিস্টিয়ানো রোনালদো ও রোনালদো নাজারিও। এখন সেই তালিকায় যুক্ত হলো এমবাপ্পের নামও।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অন্য দলের প্রতীকে ভোটের বিপক্ষে এনসিপি, জানাল চিঠিতে
‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি
পুলিশ আটকে দিল এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা
মালিবাগে ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
দুই পক্ষের সঙ্গে ঐক্যমত: নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা
দেশীয় ফ‍্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সনদ বাস্তবায়নে আবারও আরপিওতে পরিবর্তন আসছে
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
জাকির নায়েকের সম্ভাব্য সফরে দিল্লির মন্তব্যে ঢাকার প্রতিক্রিয়া
‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প