রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 

 অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে নাইজেরিয়াকে ৪–০ গোলে হার

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৪:৪৬, ৯ অক্টোবর ২০২৫

 অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে নাইজেরিয়াকে ৪–০ গোলে হার

অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে দুর্দান্ত জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে তারা ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে নাইজেরিয়াকে।
এই জয়ে শুধু কোয়ার্টারে ওঠেনি, বরং ২০২৩ সালের আসরে একই পর্যায়ে নাইজেরিয়ার কাছে ২–০ গোলে হারের প্রতিশোধও নিয়েছে আর্জেন্টাইন তরুণরা।
ম্যাচের শুরুতেই জয়ের ভিত গড়ে তোলে দলটি। মাত্র দ্বিতীয় মিনিটেই আলেখো সারকোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ২৩তম মিনিটে বক্সের বাইরে নাসিরু সালিহুর ফাউল থেকে পাওয়া ফ্রি–কিকে দুর্দান্ত শটে গোল করেন মাহের ক্যারিজো।
প্রথমার্ধে সালিহু নিজেও একবার ফাউলের শিকার হন, তখন নাইজেরিয়ানরা পেনাল্টির দাবি জানালেও রেফারি সেটি নাকচ করে দেন। ডান প্রান্ত দিয়ে ওসির আচিহি কয়েকটি বিপজ্জনক ক্রস তুললেও আর্জেন্টাইন রক্ষণভাগ সেগুলো ঠেকিয়ে দেয় দক্ষতায়।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ড্যানিয়েল দাগা সমতা ফেরানোর সুযোগ পেলেও গোলরক্ষক সান্তিনো বারবি চমৎকার সেভ করে রক্ষা করেন দলকে।
দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে আর্জেন্টিনা। ৫৩তম মিনিটে ক্যারিজো নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। আর ৬৬তম মিনিটে বদলি খেলোয়াড় মাতেউস সিলভেত্তির নিম্ন শটে এবেনেজার হারকোর্টের গোলপোস্ট কাঁপে—স্কোরলাইন দাঁড়ায় ৪–০।
এই জয়ে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করল আর্জেন্টিনা। অন্যদিকে নাইজেরিয়ার ‘ফ্লাইং ঈগলস’-এর অভিযান এখানেই থামল। তারা এই প্রতিযোগিতায় দুইবার রানার্স–আপ হয়েছিল, কিন্তু এবার আর্জেন্টিনার তরুণ তূর্যে পরাস্ত হয়ে বিদায় নিলো টুর্নামেন্ট থেকে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু